Ajker Patrika

দু’ভাইয়ের দ্বন্দ্বের দেয়ালে ভোগান্তি ব্যবসায়ীদের

প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২২: ৩৬
দু’ভাইয়ের দ্বন্দ্বের দেয়ালে ভোগান্তি ব্যবসায়ীদের

পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহে দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে রাতের আঁধারে মার্কেটের ভেতরে দেয়াল তোলা হয়েছে। এতে তিন দিন ধরে মার্কেটের তালা খুলতে পারছেন না ব্যবসায়িরা। মহাবিপাকে পড়েছেন। গত ২৪ এপ্রিল দিবাগত রাতে উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার খান মার্কেটে এই দেয়াল তোলা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এই মার্কেটের মালিক ইসলাম খান ও তার ছোট ভাই আইউব খান। ইসলাম খান বাড়িতে থাকলেও দীর্ঘদিন যাবত আইউব খান প্রবাসে। সম্প্রতি তাদের জমিজমা ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে রাতের আঁধারে ইসলাম খাঁর পরিবার মার্কেটের মধ্যে দেয়াল নির্মাণ করেন। এতে করে আইউব খানের অংশে থাকা পাঁচটি দোকানঘর অবরুদ্ধ হয়ে পড়ে।

গতকাল রোববার মার্কেটের ব্যবসায়ী ফেরদৌস আলম বলেন, সীমিত পরিসরে মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু এসে দেখি দোকানে সাটার বরাবর ইটের দেয়াল তোলা হয়েছে। সামনে ঈদ, এভাবে দোকান বন্ধ থাকলে আমাদের পথে নামতে হবে। আমরা এখানে কয়েকজন ব্যবসায়ী আছি। দোকান মালিককে আমরা প্রতিমাসে ভাড়া দিয়ে ব্যবসা করি। ভাইদের দ্বন্দ্বে আমাদের কেন হয়রানির শিকার করা হচ্ছে তা বুঝতে পারছি না।

এ ব্যাপারে প্রবাসী আইউব খানের সঙ্গে সেলফোনে কথা হলে তিনি ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। তিনি বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর সৌদি আরবে থাকি। সে সুযোগে আমাদের পৈতৃক সম্পত্তির অংশ জবরদখল করে রেখেছিল আমার ভাইয়েরা। সম্প্রতি আইনি লড়াইয়ে ওই সম্পত্তির অংশ আমি দখল নিয়েছি। আর এই কারণে তারা আমার মার্কেটের ব্যবসায়িদের হয়রানি করতে এই অংশে দেয়াল তুলেছে। বিষয়টি আমি আইনিভাবে ব্যবস্থা নিব।

তবে ইসলাম খানের ছেলে আবু বক্কর রিটন দাবি করেন, মার্কেটের যাতায়াতের যে অংশ রয়েছে তা তাদের সীমানার মধ্যে পড়ে। চাচার অংশে তারা কোনো দেয়াল তোলেননি। পুরো জায়গা এরই মধ্যে ভাগ–বাটোয়ারা হয়ে গেছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত