Ajker Patrika

প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন পৌর মেয়র

বগুড়া প্রতিনিধি
প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন পৌর মেয়র

প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছেন বগুড়া সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষ করতোয়ায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ূন কবীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক। 

নান্নু বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে ভোট করায় তাঁকে দলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

মেয়র নান্নু সোনাতলা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের পরদিন ৩ নভেম্বর দুপুরে উপজেলা সদরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এক হামলায় মেয়র নান্নুর কর্মীদের হাতে চারজন ছুরিকাহত হন। এ ঘটনায় ৩০ জনের নামে মামলা করা হয়। মামলা দায়ের পর ওই রাতেই পুলিশ এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে। ওই সময় থেকেই পলাতক ছিলেন নান্নু। এরপর গত ৭ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বেলা সাড়ে ১১টার দিকে নান্নুকে বগুড়া কারাগার থেকে পুলিশি পাহারায় জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি শপথ গ্রহণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত