Ajker Patrika

গণমাধ্যমকর্মী বারি হত্যার প্রতিবাদে মানববন্ধন

শরীফুল ইসলাম (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৩: ৫৬
গণমাধ্যমকর্মী বারি হত্যার প্রতিবাদে মানববন্ধন

বেসরকারি টেলিভিশন ডিবিসির এক জ্যেষ্ঠ প্রযোজক, সিরাজগঞ্জের সন্তান আব্দুল বারিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, ইসরাইল হোসেন বাবু, স্বপন চন্দ্র দাস প্রমুখ। 

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসির প্রযোজক আব্দুল বারির মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগের রাতে কোনো এক সময়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার আব্দুল বারিকে তাঁর জন্মভূমি সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাতিতে দাফন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত