Ajker Patrika

‘হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আ.লীগের পতন হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর কোর্ট স্টেশন রোডে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীর কোর্ট স্টেশন রোডে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: আজকের পত্রিকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে।’ সোমবার বিকেলে রাজশাহীর কোর্ট স্টেশন রোডে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবদুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের রাজনীতি করে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের আস্থাভাজন দলে পরিণত হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারেক রহমানকেও হত্যা করতে চেয়েছে আওয়ামী লীগ সরকার, কিন্তু ব্যর্থ হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরও বিএনপি ধৈর্য ধরে আছে। কারণ, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।’

দলের ভেতর বিভেদ না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কে এমপি, কে চেয়ারম্যান হবেন, তা নির্ধারণ করবেন তারেক রহমান। যারা অপকর্মে জড়াবে, তাদের দল থেকে বাদ দেওয়া হবে।’

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্যসচিব মামুন-অর-রশিদ মামুন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি মাইনুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত