নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে।’ সোমবার বিকেলে রাজশাহীর কোর্ট স্টেশন রোডে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবদুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের রাজনীতি করে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের আস্থাভাজন দলে পরিণত হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারেক রহমানকেও হত্যা করতে চেয়েছে আওয়ামী লীগ সরকার, কিন্তু ব্যর্থ হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরও বিএনপি ধৈর্য ধরে আছে। কারণ, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।’
দলের ভেতর বিভেদ না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কে এমপি, কে চেয়ারম্যান হবেন, তা নির্ধারণ করবেন তারেক রহমান। যারা অপকর্মে জড়াবে, তাদের দল থেকে বাদ দেওয়া হবে।’
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্যসচিব মামুন-অর-রশিদ মামুন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি মাইনুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে।’ সোমবার বিকেলে রাজশাহীর কোর্ট স্টেশন রোডে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবদুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের রাজনীতি করে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের আস্থাভাজন দলে পরিণত হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারেক রহমানকেও হত্যা করতে চেয়েছে আওয়ামী লীগ সরকার, কিন্তু ব্যর্থ হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরও বিএনপি ধৈর্য ধরে আছে। কারণ, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।’
দলের ভেতর বিভেদ না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কে এমপি, কে চেয়ারম্যান হবেন, তা নির্ধারণ করবেন তারেক রহমান। যারা অপকর্মে জড়াবে, তাদের দল থেকে বাদ দেওয়া হবে।’
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্যসচিব মামুন-অর-রশিদ মামুন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি মাইনুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
রাজশাহী শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদ। নদের পানি ব্যবহার করায় চর্মসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ছোঁয়াচে হওয়ায় অনেক রোগ ছড়াচ্ছে দ্রুত। রাজশাহীর ‘বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন’ রাজশাহী ও নাটোরের সাতটি উপজেলায় সম্প্রতি জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের কারমাইকেল কলেজে ১৯৯০ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আর নির্বাচন হয়নি। তাই কারমাইকেল কলেজ ছাত্র সংসদের (কাকসু) তহবিলে অলস পড়ে আছে প্রায় ১ কোটি টাকা।
২ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা দিয়েও বরিশালে থামানো যাচ্ছে না ডিমওয়ালা মা ইলিশ নিধন। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর চার দিনের মাথায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে বেপরোয়া হয়ে উঠেছেন মৌসুমি জেলেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছেন তাঁরা। এমনকি মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডে
৩ ঘণ্টা আগেরাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং সদস্যসচিব বিশ্বনাথ সরকারের সম্পর্ক আর আগের মতো নেই বলে জানিয়েছে দলীয় সূত্র। তাঁরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছেন। দুজনের মধ্যে কথা বলাবলিও বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ কর্মীরা।
৩ ঘণ্টা আগে