নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম ও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাইগাঁ গ্রামের শহীদুল ইসলাম (৫০), আব্দুস সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের ইব্রাহিম (৬০)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরবর্তী সময়ে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে ২২ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার বাকি ১১ আসামিকে আদালত বেকসুর খালাস দেন আর বিচার চলাকালীন তিন আসামির মৃত্যু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, অপরাধীরা আইনের হাত থেকে কখনোই রেহাই পাবে না।’
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম ও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাইগাঁ গ্রামের শহীদুল ইসলাম (৫০), আব্দুস সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের ইব্রাহিম (৬০)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরবর্তী সময়ে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে ২২ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার বাকি ১১ আসামিকে আদালত বেকসুর খালাস দেন আর বিচার চলাকালীন তিন আসামির মৃত্যু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, অপরাধীরা আইনের হাত থেকে কখনোই রেহাই পাবে না।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
১৯ মিনিট আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
২৩ মিনিট আগেসাভারে থানার ১০০ গজের মধ্যে পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আবারও একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেন্টারের দ্বিতীয় তলা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে জবাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৮ মিনিট আগেকক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে বসানো দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশীজনদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে