Ajker Patrika

রাজশাহীতে একটি ডিম মিলছে ৫ টাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২০: ৪৪
রাজশাহীতে একটি ডিম মিলছে ৫ টাকায়

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহীতে মাত্র পাঁচ টাকায় একটি ডিম বিক্রি করছে আমান পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড। আজ রোববার থেকে নগরীর সাগরপাড় বটতলা মোড়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৭ রমজান পর্যন্ত। প্রতিদিন একজন ক্রেতা সর্বোচ্চ ৩০টি করে ডিম কিনতে পারবেন। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এ কার্যক্রমে সহায়তা করছে। 

প্রথম দিন ডিম বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন। বাজারে যখন সব পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, তখন এখানে স্বল্পমূল্যে ডিম কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। 

আমান পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের রাজশাহী অফিসের ডিজিএম আব্দুল বারী বলেন, ‘ক্রেতাদের কথা বিবেচনা করে এবং কোম্পানির চেয়ারমানের নির্দেশে আমরা অল্প দামে ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছি।’ 

ডিমের মানের শতভাগ নিশ্চয়তা দিয়ে ২৭ রজমান পর্যন্ত এই কার্যক্রম চলবে বলেও জানান তিনি। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার সারা দেশে স্থানীয় পর্যায়ে ডিম, দুধ ও মাংস স্বল্প দামে বিক্রি করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সেই নির্দেশনায় আমরা রাজশাহীর বিভিন্ন জায়গায় কোম্পানি বা উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে এই কার্যক্রম শুরু করলাম। ভবিষ্যতে দুধ বিক্রির চেষ্টা আছে।’ এই কার্যক্রমে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত