Ajker Patrika

৬ বছর জেল খেটে এসে হত্যার শিকার যুবক

বেড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪: ১০
৬ বছর জেল খেটে এসে হত্যার শিকার যুবক

পাবনার বেড়া উপজেলায় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানার পুলিশ। নিহত ওই যুবকের নাম ইমরান (২১)। তিনি শিশু হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ছয় বছর সাজা খেটে সম্প্রতি ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। আজ রোববার সকালে পৌরসভার আলহেরা নগর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ইমরান বর্তমান সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তাঁরা আগে সপরিবারে পৌর এলাকার সান্ড্যালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। 

পুলিশ বলছে, পৌর এলাকার আলহেরা নগরীতে এক যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে সকালে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় দুষ্কৃতকারীরা ওই স্থানে নিয়ে তাঁকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে তাঁর পকেটে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় নিশ্চত করা হয়। 

এলাকাবাসী বলছে, ইমরান কয়েক বছর আগে সান্ড্যালপাড়া মহল্লার আরাফাত নামের শিশু হত্যার (কিশোর অপরাধী) প্রধান আসামি হিসেবে ছয় বছর সাজা ভোগ করে সম্প্রতি মুক্তি পেয়েছেন। সে সময় তাঁর পরিবার সান্ড্যালপাড়া মহল্লার বসতি ত্যাগ করে পার্শ্ববর্তী করমজা গ্রামে গিয়ে বসতি স্থাপন করেন। 

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘নিহত ইমরান একজন কিশোর অপরাধী শুনেছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত