বগুড়া প্রতিনিধি
বগুড়ায় কোরবানির হাটে বিক্রির জন্য এখন প্রস্তুত শেরপুরের ‘বাংলার রাজা’ ও শিবগঞ্জের ‘কালাপাহাড়’। ফ্রিজিয়ান জাতের গরু দুটি খামারিরা তাঁদের বাড়িতেই লালন-পালন করছেন গত পাঁচ বছর ধরে। শেরপুরের ‘বাংলার রাজা’ নামের ষাঁড়টির ওজন ১ হাজার ৫০০ কেজি। আর শিবগঞ্জের ‘কালা পাহাড়ের’ ওজন ১ হাজার ৪০০ কেজি।
শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাজীপুর গ্রামে আজিজুল ইসলাম শাওনের খামারে বড় হয়েছে বাংলার রাজা। বিক্রির ঘোষণা দেওয়ার পর থেকেই লোকজন দেখতে আসছে বাংলার রাজাকে। অনেকটা হাতির মতো উচুঁ পুরো সাদা রঙের লোমের মাঝে দু-একটি জায়গায় ছোপ ছোপ কালো লোম। তবে ঘাড় আর দুই চোখসহ চোয়ালজুড়ে রয়েছে কালো লোম। দেড় টন ওজনের এই ষাঁড় হাঁক ছাড়লে কেঁপে ওঠে পুরো বাড়ি।
ষাঁড়টির মালিক আজিজুল হক শাওন জানান, ষাঁড়টি তাঁদের বাড়িতেই জন্ম নেয় পাঁচ বছর আগে। এর পর থেকে বাড়িতেই লালন-পালন শুরু করেন।
শাওন বলেন, ‘আমি শখ করে বাংলার রাজাকে পালন করেছি। এর আগেও প্রদর্শনীতে উঠিয়েছিলাম। বাংলার রাজার ওজনের গরু রাজশাহী বিভাগের মধ্যে একটিও নেই। বিভিন্ন হাটে গিয়েছি, আমি নিজ চোখে এত বড় গরু দেখিনি।’
এ কারণে ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ৩৫ লাখ টাকা। তবে এখনো কোনো হাটে তোলা হয়নি। বাড়িতে যাঁরা আসছেন, তাঁরা শুধু দেখে যাচ্ছেন। কেউ দাম বলেননি।
শাওন বলেন, প্রতিদিন ষাঁড়টির পেছনে ১০০০ থেকে ১২০০ টাকা খরচ হয়। গরুকে ভুসি, খৈল, খড়, ধানের কুঁড়া ও কাঁচা ঘাস খাওয়ানো হয়। গরুর নাম ‘বাংলার রাজা’ কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের মধ্যে সেরা গরু হবে। এ জন্য ‘বাংলার রাজা’ নাম রাখা হয়েছে। ৩৫ লাখ টাকা আমাদের চাওয়া দাম। ক্রেতারা তো দাম-দর করেই নেবেন। আপাতত খামার থেকেই বিক্রির চেষ্টা করা হচ্ছে। যদি বিক্রি না হয়, তাহলে ঈদের পাঁচ দিন আগে ঢাকার হাটে ওঠাব।’
অন্যদিকে বগুড়ার শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নের বাকসন গ্রামের আহম্মদ আলীর বাড়িতে লালন-পালন করা হয়েছে ষাঁড় ‘কালা পাহাড়’কে। মালিক ষাঁড়টি বিক্রি করতে চান ১৩ লাখ টাকায়।
আহম্মদ আলী জানান, হলিস্ট্রিম ফ্রিজিয়ান জাতের গরুটি পাঁচ বছর আগে তাঁর বাড়িতে জন্ম নেয়। জন্ম নেওয়ার পর থেকে তাঁকে সন্তানের মতো লালন-পালন করতে থাকেন আহম্মদ আলী। মনের ইচ্ছা ও শখ পূরণ করতে প্রথম দিকে কালা পাহাড়কে প্রতিদিন ২০০-৩০০ টাকা করে খাবার খাওয়াতেন তিনি। গত এক বছর যাবৎ কালা পাহাড়ের প্রতিদিন ৭ কেজি ভুসি, ১ কেজি খৈল, ৩ কেজি খুদের পাশাপাশি নেপিয়ার ঘাস ২৫-৩০ কেজি এবং ৮-১০ কেজি খড় খেয়ে আসছে। তাঁর পেছনে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকা গুনতে হচ্ছে খাবারের জন্য। শারীরিক গঠন, উচ্চতা এবং দেখতে পাহাড়ের মতো উঁচু দেখায় পরিবারের লোকজন আদর করে তার নাম রাখে ‘কালা পাহাড়’। ১ হাজার ৪০০ কেজি ওজনের ষাঁড়টি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করছেন আহম্মদ আলীর বাড়িতে।
বগুড়ায় কোরবানির হাটে বিক্রির জন্য এখন প্রস্তুত শেরপুরের ‘বাংলার রাজা’ ও শিবগঞ্জের ‘কালাপাহাড়’। ফ্রিজিয়ান জাতের গরু দুটি খামারিরা তাঁদের বাড়িতেই লালন-পালন করছেন গত পাঁচ বছর ধরে। শেরপুরের ‘বাংলার রাজা’ নামের ষাঁড়টির ওজন ১ হাজার ৫০০ কেজি। আর শিবগঞ্জের ‘কালা পাহাড়ের’ ওজন ১ হাজার ৪০০ কেজি।
শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাজীপুর গ্রামে আজিজুল ইসলাম শাওনের খামারে বড় হয়েছে বাংলার রাজা। বিক্রির ঘোষণা দেওয়ার পর থেকেই লোকজন দেখতে আসছে বাংলার রাজাকে। অনেকটা হাতির মতো উচুঁ পুরো সাদা রঙের লোমের মাঝে দু-একটি জায়গায় ছোপ ছোপ কালো লোম। তবে ঘাড় আর দুই চোখসহ চোয়ালজুড়ে রয়েছে কালো লোম। দেড় টন ওজনের এই ষাঁড় হাঁক ছাড়লে কেঁপে ওঠে পুরো বাড়ি।
ষাঁড়টির মালিক আজিজুল হক শাওন জানান, ষাঁড়টি তাঁদের বাড়িতেই জন্ম নেয় পাঁচ বছর আগে। এর পর থেকে বাড়িতেই লালন-পালন শুরু করেন।
শাওন বলেন, ‘আমি শখ করে বাংলার রাজাকে পালন করেছি। এর আগেও প্রদর্শনীতে উঠিয়েছিলাম। বাংলার রাজার ওজনের গরু রাজশাহী বিভাগের মধ্যে একটিও নেই। বিভিন্ন হাটে গিয়েছি, আমি নিজ চোখে এত বড় গরু দেখিনি।’
এ কারণে ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ৩৫ লাখ টাকা। তবে এখনো কোনো হাটে তোলা হয়নি। বাড়িতে যাঁরা আসছেন, তাঁরা শুধু দেখে যাচ্ছেন। কেউ দাম বলেননি।
শাওন বলেন, প্রতিদিন ষাঁড়টির পেছনে ১০০০ থেকে ১২০০ টাকা খরচ হয়। গরুকে ভুসি, খৈল, খড়, ধানের কুঁড়া ও কাঁচা ঘাস খাওয়ানো হয়। গরুর নাম ‘বাংলার রাজা’ কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের মধ্যে সেরা গরু হবে। এ জন্য ‘বাংলার রাজা’ নাম রাখা হয়েছে। ৩৫ লাখ টাকা আমাদের চাওয়া দাম। ক্রেতারা তো দাম-দর করেই নেবেন। আপাতত খামার থেকেই বিক্রির চেষ্টা করা হচ্ছে। যদি বিক্রি না হয়, তাহলে ঈদের পাঁচ দিন আগে ঢাকার হাটে ওঠাব।’
অন্যদিকে বগুড়ার শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নের বাকসন গ্রামের আহম্মদ আলীর বাড়িতে লালন-পালন করা হয়েছে ষাঁড় ‘কালা পাহাড়’কে। মালিক ষাঁড়টি বিক্রি করতে চান ১৩ লাখ টাকায়।
আহম্মদ আলী জানান, হলিস্ট্রিম ফ্রিজিয়ান জাতের গরুটি পাঁচ বছর আগে তাঁর বাড়িতে জন্ম নেয়। জন্ম নেওয়ার পর থেকে তাঁকে সন্তানের মতো লালন-পালন করতে থাকেন আহম্মদ আলী। মনের ইচ্ছা ও শখ পূরণ করতে প্রথম দিকে কালা পাহাড়কে প্রতিদিন ২০০-৩০০ টাকা করে খাবার খাওয়াতেন তিনি। গত এক বছর যাবৎ কালা পাহাড়ের প্রতিদিন ৭ কেজি ভুসি, ১ কেজি খৈল, ৩ কেজি খুদের পাশাপাশি নেপিয়ার ঘাস ২৫-৩০ কেজি এবং ৮-১০ কেজি খড় খেয়ে আসছে। তাঁর পেছনে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকা গুনতে হচ্ছে খাবারের জন্য। শারীরিক গঠন, উচ্চতা এবং দেখতে পাহাড়ের মতো উঁচু দেখায় পরিবারের লোকজন আদর করে তার নাম রাখে ‘কালা পাহাড়’। ১ হাজার ৪০০ কেজি ওজনের ষাঁড়টি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করছেন আহম্মদ আলীর বাড়িতে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে