জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দলটির কার্যালয় এবং কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বিএনপির দলীয় কার্যালয় ও দুটি দোকানের চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টার দিকে ১৪৪ ধারার মধ্যেই পুনট ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন। পরে ইব্রাহিম হোসেনের নেতৃত্বে রামদা, লাঠিসোঁটা নিয়ে রাস্তায় মিছিল বের করেন তার অনুসারী নেতা-কর্মীরা।
এরপর তাঁরা পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলানের দলীয় কার্যালয়ে হামলা করে ভাঙচুর করেন এবং আগুন দেন। পরে রোববার রাত ১১টার দিকে আবারও ওই দলীয় কার্যালয় এবং আরও দুটি দোকানে আগুন দেন তাঁরা।
দুটি দোকানের মধ্যে একটিতে ছিল সার, কীটনাশক ওষুধ, চটের বস্তা এবং হোন্ডা ব্র্যান্ডের লিভো (১১০ সিসি) একটি মোটরসাইকেল। এ দোকানের মালিক মিজানুর রহমান। অপর ইলেকট্রিক দোকানের মালিক মো. রুবেল। মিজানুর রহমান এবং রুবেল পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলানের আপন ভাই।
মিজানুর রহমান দাবি করে বলেন, ‘দোকানে আগুন দেওয়ার ঘটনায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। পরে বুঝে শুনে জিডি করা হবে।’
জানতে চাইলে কালাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাত সাড়ে ১১টার দিকে পুনট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছাই রাত ১২টার দিকে। এরপর ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেওয়া হয়।’
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দলটির কার্যালয় এবং কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বিএনপির দলীয় কার্যালয় ও দুটি দোকানের চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩টার দিকে ১৪৪ ধারার মধ্যেই পুনট ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন। পরে ইব্রাহিম হোসেনের নেতৃত্বে রামদা, লাঠিসোঁটা নিয়ে রাস্তায় মিছিল বের করেন তার অনুসারী নেতা-কর্মীরা।
এরপর তাঁরা পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলানের দলীয় কার্যালয়ে হামলা করে ভাঙচুর করেন এবং আগুন দেন। পরে রোববার রাত ১১টার দিকে আবারও ওই দলীয় কার্যালয় এবং আরও দুটি দোকানে আগুন দেন তাঁরা।
দুটি দোকানের মধ্যে একটিতে ছিল সার, কীটনাশক ওষুধ, চটের বস্তা এবং হোন্ডা ব্র্যান্ডের লিভো (১১০ সিসি) একটি মোটরসাইকেল। এ দোকানের মালিক মিজানুর রহমান। অপর ইলেকট্রিক দোকানের মালিক মো. রুবেল। মিজানুর রহমান এবং রুবেল পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলানের আপন ভাই।
মিজানুর রহমান দাবি করে বলেন, ‘দোকানে আগুন দেওয়ার ঘটনায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। পরে বুঝে শুনে জিডি করা হবে।’
জানতে চাইলে কালাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাত সাড়ে ১১টার দিকে পুনট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছাই রাত ১২টার দিকে। এরপর ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেওয়া হয়।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
২৫ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে