Ajker Patrika

ভালো কাজের শর্তে ৩৭ শিশুকে প্রবেশন 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভালো কাজের শর্তে ৩৭ শিশুকে প্রবেশন 

প্রথমেই শপথ নিতে হবে যে, কখনো আর কেউ কোনো অপরাধে জড়াবে না। বাড়ি গিয়ে মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। গাছ লাগাতে হবে। বড়দের ভালো কাজের সঙ্গেও থাকতে হবে। সাজা না দিয়ে এসব ভালো কাজ করার শর্তে রাজশাহীর ৩৭ শিশুকে প্রবেশন দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার সকালে রাজশাহীর শিশু আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ আদেশ দেন। প্রবেশন আইনের সুবিধা দিয়ে ৩০টি মামলায় মোট ৩৭ শিশুকে প্রবেশন দেন আদালত। রাজশাহীর আদালতে আগেও এ ধরনের ব্যতিক্রমী আদেশ দেওয়া হলেও একসঙ্গে এত বেশিজনকে এবারই প্রথম এ ধরনের সুবিধা দেওয়া হলো। 

শিশু-কিশোর আসামি বলে তাদের ভালো হওয়ার সুযোগ দিতে আদালত ব্যতিক্রমী এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা। তিনি জানান, মোট ৩০টি মামলায় এই ৩৭ জন শিশুর ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে। রাজশাহীর পবা, মোহনপুর, দুর্গাপুর, পুঠিয়া, বাগমারা, বাঘা ও চারঘাট উপজেলায় এই ৩০ মামলা দায়ের হয়েছিল। 

মামলার মোট ৩৭ শিশু আসামির মধ্যে আদেশের সময় আদালতে ২৬ জন উপস্থিত ছিল। এর মধ্যে ২৫ জন ছেলে ও একজন মেয়ে। মাদকদ্রব্য বহন, মারামারি, যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টাসহ বিভিন্ন লঘুদণ্ডের মামলা আছে এদের বিরুদ্ধে। আদেশের সময় ১১ জন অনুপস্থিত থাকলেও আদেশ সবার জন্য প্রযোজ্য বলে আদালত আদেশে বলেছেন। 

তিনি আরও জানান, সবার জীবনেই এটি প্রথম মামলা ছিল। আর কোনো দিন অপরাধে জড়াবে না শপথ পাঠসহ, ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন আদালত। রায় কার্যকরের এই বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তাকে দেখভাল করতে বলা হয়েছে। শিশুরা আগামী ছয় মাস তার পর্যবেক্ষণে থাকবে। প্রবেশন কর্মকর্তা দুই মাস পর পর আদালতে প্রতিবেদন দেবেন। আগামী বছরের ১৫ মে শিশুরা আদালতে হাজির হবে। সেদিন প্রবেশন কর্মকর্তার প্রতিবেদন দেখে আদালত মামলার চূড়ান্ত নিষ্পত্তি করবেন। 

রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা মতিনুর রহমান বলেন, সাজা না দিয়ে বিকল্প পন্থায় এসব শিশুদের সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে আদালত একটি ভালো আদেশ দিয়েছেন। 

আদালত বলেছেন, শিশুরা ভালোভাবে চলাফেরার পাশাপাশি দুটি করে ভালো কাজও করবে। কে কোন ভালো কাজ দুটি করবে তা ওই শিশুদের অপরাধের ধরন দেখে ঠিক করে দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত