Ajker Patrika

নাটোরে বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

নাটোর প্রতিনিধি 
পুলিশের হাতে গ্রেপ্তার চারজন। ছবি: আজকের পত্রিকা
পুলিশের হাতে গ্রেপ্তার চারজন। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বাগাতিপাড়ায় বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার কাকফো পুরাতনপাড়া এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), ওপর হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি (২২), উত্তর হাটদৌল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামসুল আলী ওরফে রাজিব হোসেন (২৪) ও সিংড়া উপজেলার আকপাড়া শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সুযোগ নিয়ে মেহেদী হাসান তাঁকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এতে তাঁদের সম্পর্কের অবনতি হয়। ওই প্রেমিকা সম্পর্ক গুটিয়ে নিতে থাকেন ও যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৫ মার্চ ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে আবার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। ভুক্তভোগী তরুণী রাজি না হলে তাঁর মুখ চেপে ধরে পাশের আমবাগানে নিয়ে মেহেদী হাসানসহ তাঁর তিন সহযোগী ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে গতকাল বাগাতিপাড়া থানায় মেহেদী হাসানসহ চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তরুণীর মায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত