চুয়াডাঙ্গা প্রতিনিধি
এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় আবারও বোমাসদৃশ বস্তু দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে। আজ শনিবার এলাকায় কালো টেপ মোড়ানো এ বোমাসদৃশ বস্তুটি দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর এবং সেনাবাহিনীর একটি দল। পরে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশসহ পুরো এলাকা ঘিরে রাখেন।
পুলিশ বলছে, আজকের এটিও ককটেল হতে পারে। আগের ককটেলটির সঙ্গে এটির হুবহু মিল।
সকালে বোমাসদৃশ বস্তুটি প্রথম দেখেন কেরু কলোনির বাসিন্দা মো. স্বপন। তিনি বলেন, ‘ছাগল চরাতে গিয়ে ঝোপের মধ্যে কালো টেপ মোড়ানো বোমার মতো একটা কিছু দেখতে পাই। এক দিন আগেও একই রকম বোমা পাওয়ায় সন্দেহ হয়। গার্ডদের জানালে তাঁরা পুলিশকে খবর দেন।’
এর আগে গত বৃহস্পতিবার কেরু অ্যান্ড কোম্পানির অফিসসংলগ্ন ক্লাবের পাশের ঝাড়ের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কয়েকজন নিরাপত্তাকর্মী। এই নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়।
পরে বোমাসদৃশ বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এলাকাটিকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাত ৮টার দিকে রাজশাহী থেকে র্যাবের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে ককটেলটি নিষ্ক্রিয় করে। এ সময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ হয়।
ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘আবারও একই ধরনের টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এটাও ককটেল বলে ধারণা করা হচ্ছে। কারণ পূর্বের পাওয়া ককটেলের সঙ্গে এটার হুবহু মিল হয়েছে। তবে পূর্বেরটা লাল টেপ মোড়ানো ছিল, আজকেরটা কালো টেপ মোড়ানো। রাজশাহী র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘গত বৃহস্পতিবারের ককটেল উদ্ধারের ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ মামলা করেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এর মধ্যে আবারও একটি পাওয়া গেল বলেই ধারণা করছি। এটি গভীর তদন্ত করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
এদিকে মাত্র এক দিনের ব্যবধানে আবারও বোমাসদৃশ বস্তু উদ্ধার হওয়ায় কেরু কোম্পানির শ্রমিক-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক বলেন, ‘দ্রুতই কেরুজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়া উচিত। এই নির্বাচনকে কেন্দ্র করেই আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। তৃতীয় পক্ষ কাজটি করছে বলে ধারণা করা হচ্ছে। ইদানীং কেরু চত্বরে বহিরাগতদের আনাগোনা ও প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টা দেখা যাচ্ছে। সম্ভবত একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার পাঁয়তারা করছে।’
এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় আবারও বোমাসদৃশ বস্তু দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে। আজ শনিবার এলাকায় কালো টেপ মোড়ানো এ বোমাসদৃশ বস্তুটি দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর এবং সেনাবাহিনীর একটি দল। পরে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশসহ পুরো এলাকা ঘিরে রাখেন।
পুলিশ বলছে, আজকের এটিও ককটেল হতে পারে। আগের ককটেলটির সঙ্গে এটির হুবহু মিল।
সকালে বোমাসদৃশ বস্তুটি প্রথম দেখেন কেরু কলোনির বাসিন্দা মো. স্বপন। তিনি বলেন, ‘ছাগল চরাতে গিয়ে ঝোপের মধ্যে কালো টেপ মোড়ানো বোমার মতো একটা কিছু দেখতে পাই। এক দিন আগেও একই রকম বোমা পাওয়ায় সন্দেহ হয়। গার্ডদের জানালে তাঁরা পুলিশকে খবর দেন।’
এর আগে গত বৃহস্পতিবার কেরু অ্যান্ড কোম্পানির অফিসসংলগ্ন ক্লাবের পাশের ঝাড়ের মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান কয়েকজন নিরাপত্তাকর্মী। এই নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়।
পরে বোমাসদৃশ বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এলাকাটিকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাত ৮টার দিকে রাজশাহী থেকে র্যাবের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে ককটেলটি নিষ্ক্রিয় করে। এ সময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ হয়।
ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘আবারও একই ধরনের টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এটাও ককটেল বলে ধারণা করা হচ্ছে। কারণ পূর্বের পাওয়া ককটেলের সঙ্গে এটার হুবহু মিল হয়েছে। তবে পূর্বেরটা লাল টেপ মোড়ানো ছিল, আজকেরটা কালো টেপ মোড়ানো। রাজশাহী র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘গত বৃহস্পতিবারের ককটেল উদ্ধারের ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ মামলা করেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এর মধ্যে আবারও একটি পাওয়া গেল বলেই ধারণা করছি। এটি গভীর তদন্ত করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
এদিকে মাত্র এক দিনের ব্যবধানে আবারও বোমাসদৃশ বস্তু উদ্ধার হওয়ায় কেরু কোম্পানির শ্রমিক-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক বলেন, ‘দ্রুতই কেরুজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়া উচিত। এই নির্বাচনকে কেন্দ্র করেই আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। তৃতীয় পক্ষ কাজটি করছে বলে ধারণা করা হচ্ছে। ইদানীং কেরু চত্বরে বহিরাগতদের আনাগোনা ও প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টা দেখা যাচ্ছে। সম্ভবত একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার পাঁয়তারা করছে।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে