পাবনা প্রতিনিধি
পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বৈচিত্র্যের মাধ্যমে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বিশ্বভ্রমণে বের হয়েছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ২১ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করে তিনি গতকাল রোববার রাতে পাবনায় এসে পৌঁছান।
এর আগে নেপালের কিছু অংশ এবং ভারতের ২৭টি রাজ্য ঘুরে সাত মাস আগে বাংলাদেশে আসেন রোহান আগরওয়াল। পায়ে হেঁটে এবং কিছু সময় অন্যের যানবাহনে করে বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করেন এ যুবক।
আজ সোমবার সকালে রোহান আগরওয়াল পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ অন্য শিক্ষকেরা তাঁকে স্বাগত জানান।
পরে রোহান আগরওয়াল স্কুলের ছাত্রছাত্রীদের প্লাস্টিক ব্যবহারের বিপজ্জনক প্রভাব সম্পর্কে ধারণা দেন এবং প্লাস্টিক পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। পরে তিনি জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
স্কুলের পরিচালক জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ নিয়ে তার যে চিন্তা সেটি পুরো পৃথিবীর জন্য একটি ইতিবাচক বিষয়। আমরা সবাই যদি তার ধারণাকে গ্রহণ ও বাস্তবায়ন করতে পারি তাহলে পৃথিবী বদলে যাবে। পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পৃথিবীর পরিবেশ রক্ষা পাবে।’
বিশ্বভ্রমণে বের হওয়া যুবক রোহান আগরওয়াল বলেন, ‘আমি হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছি। বাংলাদেশের সব জেলা ভ্রমণ শেষে আমি সর্বশেষ পাবনা জেলায় এসেছি। কখনো হেঁটে, কখনো কারও মাধ্যমে সহযোগিতা নিয়ে আমি এ ভ্রমণ করছি।’
রোহান আরও বলেন, ‘আমার ভ্রমণের উদ্দেশ্য পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পরিবেশকে বাঁচানোর বার্তা সবার কাছে পৌঁছানো। আমি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ ভ্রমণ শেষে আমি মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, হংকং, মঙ্গোলিয়া, রাশিয়া, সাইবেরিয়াসহ বিভিন্ন দেশের উদ্দেশে বের হব।’ পরিবেশ সংরক্ষণে রোহান আগরওয়ালের এই ভ্রমণকে সবাই সাধুবাদ জানান।
পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বৈচিত্র্যের মাধ্যমে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বিশ্বভ্রমণে বের হয়েছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ২১ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করে তিনি গতকাল রোববার রাতে পাবনায় এসে পৌঁছান।
এর আগে নেপালের কিছু অংশ এবং ভারতের ২৭টি রাজ্য ঘুরে সাত মাস আগে বাংলাদেশে আসেন রোহান আগরওয়াল। পায়ে হেঁটে এবং কিছু সময় অন্যের যানবাহনে করে বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করেন এ যুবক।
আজ সোমবার সকালে রোহান আগরওয়াল পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ অন্য শিক্ষকেরা তাঁকে স্বাগত জানান।
পরে রোহান আগরওয়াল স্কুলের ছাত্রছাত্রীদের প্লাস্টিক ব্যবহারের বিপজ্জনক প্রভাব সম্পর্কে ধারণা দেন এবং প্লাস্টিক পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। পরে তিনি জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
স্কুলের পরিচালক জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ নিয়ে তার যে চিন্তা সেটি পুরো পৃথিবীর জন্য একটি ইতিবাচক বিষয়। আমরা সবাই যদি তার ধারণাকে গ্রহণ ও বাস্তবায়ন করতে পারি তাহলে পৃথিবী বদলে যাবে। পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পৃথিবীর পরিবেশ রক্ষা পাবে।’
বিশ্বভ্রমণে বের হওয়া যুবক রোহান আগরওয়াল বলেন, ‘আমি হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছি। বাংলাদেশের সব জেলা ভ্রমণ শেষে আমি সর্বশেষ পাবনা জেলায় এসেছি। কখনো হেঁটে, কখনো কারও মাধ্যমে সহযোগিতা নিয়ে আমি এ ভ্রমণ করছি।’
রোহান আরও বলেন, ‘আমার ভ্রমণের উদ্দেশ্য পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পরিবেশকে বাঁচানোর বার্তা সবার কাছে পৌঁছানো। আমি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ ভ্রমণ শেষে আমি মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, হংকং, মঙ্গোলিয়া, রাশিয়া, সাইবেরিয়াসহ বিভিন্ন দেশের উদ্দেশে বের হব।’ পরিবেশ সংরক্ষণে রোহান আগরওয়ালের এই ভ্রমণকে সবাই সাধুবাদ জানান।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩২ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৩৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
৪০ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে