Ajker Patrika

শেরপুরে দুই শিক্ষার্থীকে পিষে দিল পাথরবাহী ট্রাক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২২: ১৮
শেরপুরে দুই শিক্ষার্থীকে পিষে দিল পাথরবাহী ট্রাক

বগুড়ার শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মির্জাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ হাসান পার্শ্ববর্তী কৃষ্ণপুরের মৃত জাহিদুল ইসলামের ছেলে ও সম্পদ কুমার একই এলাকার হৃদয় কুমারের ছেলে। দুজনই শেরপুরের সামিট স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। 

এলাকাবাসী জানান, নিহত দুজন মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তারা মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাদের পিষ্ট করে চলে যায়। পরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম লাশ দুটি উদ্ধার করে। 

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, ‘ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ট্রাকটি চান্দাইকোনা এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানান বানিউল ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত