Ajker Patrika

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি চক্র ষড়যন্ত্র করছে: টুকু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি চক্র ষড়যন্ত্র করছে: টুকু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ও অস্থিশীল পরিস্থিতি তৈরির জন্য রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে একটি চক্র ষড়যন্ত্র করছে। এটা আমরা হতে দেব না।’ 

ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর পাবনার ঈশ্বরদী শহরে আজ শনিবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের প্রাচীনতম মৌবাড়িয়া দুর্গামন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন এবং প্রয়াত কয়েকজন আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের চেতনার ঐক্যের শক্তির বিকল্প নেই।

ডেপুটি স্পিকার বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের হলেও এই উৎসবে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সকল ধর্মের মানুষ উপভোগ করে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, বেড়ার পৌর মেয়র আশিফ সামস রঞ্জন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন তুহিন, মৌবাড়িয়া মন্দিরের উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, আজ শনিবার দুপুরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ঈশ্বরদীতে আসেন। প্রথমে তিনি লক্ষীকুন্ডায় সাবেক ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর বাড়িতে যান। সেখানে তিনি প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর কবর জিয়ারত করেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সাবেক ভূমিমন্ত্রীর ছেলে উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, আওয়ামী লীগ নেতা গালিবুর রহমান শরীফ, লক্ষীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর তিনি একে একে ঈশ্বরদীর প্রাক্তন সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা প্রয়াত তোজাম আলী মিয়া, ফকির মো. নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মালিথা ও ছাত্রলীগের প্রাক্তন নেতা ইদ্রিস মালিথার কবর জিয়ারত শেষে ফুলেল শ্রদ্ধা জানান।

টুকু বলেন, ‘আমি যেদিন ডেপুটি স্পিকার নির্বাচিত হই, সেদিনই সিদ্ধান্ত নিয়েছি যারা বঙ্গবন্ধুর সঙ্গে থেকে তৎকালীন সময়ে আওয়ামী লীগকে সংগঠিত করতে ভূমিকা রেখেছিলেন, প্রয়াত সেই নেতাদের কবরে আমি শ্রদ্ধা নিবেদন করব। সেই সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরদীর এসব প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত