Ajker Patrika

নন্দীগ্রামে মরা গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৩, ১২: ২০
নন্দীগ্রামে মরা গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে মরা গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে বাবু হোসেন নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটে তাঁকে এই জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ ভোরে ওমরপুর হাটে বাবু হোসেন বাইরে থেকে একটি গরু জবাই করে নিয়ে এসে বিক্রি শুরু করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হয় রোগাক্রান্ত বা মরা গরু জবাই করে বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে এ খবর ছড়িয়ে পড়লে হাটে উত্তেজনা তৈরি হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শিফা নুসরাত। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলার আদেশ দেন। 

ইউএনও শিফা নুসরাত বলেন, ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ওই কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা ছাড়া উপস্থিত জনগণের সামনে প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত