Ajker Patrika

রাজশাহীতে ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৬ মে ২০২৩, ১৯: ২০
রাজশাহীতে ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

রাজশাহীতে কিশোরীকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শাহজাহান গাজী (৬০)। রাজশাহীর চারঘাট উপজেলার কানজগাড়ি গ্রামে তাঁর বাড়ি। 

আইনজীবী শামসুন্নাহার মুক্তি বলেন, ‘২০১৮ সালে ওই কিশোরীকে (১২) নিজের বাড়ি নিয়ে যান শাহজাহান গাজী। এরপর ফাঁকা বাড়িতে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিন মাস পর ঘটনা জানাজানি হয়। পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত