Ajker Patrika

তীব্র তাপদাহে ক্লাস-পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত নিল রাবি প্রশাসন

রাবি প্রতিনিধি
তীব্র তাপদাহে ক্লাস-পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত নিল রাবি প্রশাসন

তীব্র তাপদাহে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (বারি) স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান থাকবে ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম। তবে বিভাগসমূহ প্রয়োজনবোধে অনলাইনে ক্লাস নিতে পারবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাউশির নির্দেশনায় তাপদাহের কারণে স্কুল-কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার মধ্যে উৎকণ্ঠা ছিল, রাজশাহীতে হিট ওয়েভ চলছে সেখানে কি হবে? আজকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জরুরি সভা হয়।’ 

প্রণব কুমার পান্ডে আরও বলেন, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু রাজশাহীর তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে, তাই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। তবে বিভাগসমূহ প্রয়োজনবোধে অনলাইনে ক্লাস নিতে পারবে। 

এরপর ১ মে সরকারি ছুটি এবং ৩ মে থেকে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হওয়ার কথা। তবে ২ মে পূর্বনির্ধারিত পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে কিন্তু ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া এই সময়ে লোডশেডিং কমাতে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত