সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সফরে আজ বুধবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকাবাইচের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
জেলা প্রশাসক মুহ. অসাদুজ্জামান সাঁথিয়ায় রাষ্ট্রপতি আসার তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বলেন, আজ বিকেলে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছাবেন। পাবনা অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হবেন। এরপর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে সেখানে রাত যাপন করবেন। আগামীকাল বিকেলে পাবনা থেকে সড়কপথে সাঁথিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে ইছামতি নদীতে নৌকাবাইচের ফাইনাল অনুষ্ঠান দেখবেন রাষ্ট্রপতি।
জেলা প্রশাসক আরও বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর সকালে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন।
এদিকে রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সাঁথিয়ায় চলছে সাজ সাজ রব। এ উপলক্ষে পাবনার জেলা প্রশাসক নিরাপত্তা নিশ্চিত করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তায় ৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছে সাঁথিয়া পৌর সদরে। রাষ্ট্রপতির আগমনে পৌর সদর নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাঁচ স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সফরে আজ বুধবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকাবাইচের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
জেলা প্রশাসক মুহ. অসাদুজ্জামান সাঁথিয়ায় রাষ্ট্রপতি আসার তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বলেন, আজ বিকেলে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছাবেন। পাবনা অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হবেন। এরপর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে সেখানে রাত যাপন করবেন। আগামীকাল বিকেলে পাবনা থেকে সড়কপথে সাঁথিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে ইছামতি নদীতে নৌকাবাইচের ফাইনাল অনুষ্ঠান দেখবেন রাষ্ট্রপতি।
জেলা প্রশাসক আরও বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর সকালে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন।
এদিকে রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সাঁথিয়ায় চলছে সাজ সাজ রব। এ উপলক্ষে পাবনার জেলা প্রশাসক নিরাপত্তা নিশ্চিত করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তায় ৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছে সাঁথিয়া পৌর সদরে। রাষ্ট্রপতির আগমনে পৌর সদর নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাঁচ স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৫ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১২ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৬ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৯ মিনিট আগে