গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৬ ইউনিয়নে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসুচীর কাজ শেষ হলেও মজুরির টাকা পাচ্ছেনা ৯৮১ শ্রমিক। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এসব শ্রমিকের। মজুরি বাবদ শ্রমিকদের প্রাপ্য রয়েছে ১ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সুত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ২১৯ জন বিয়াঘাটে ১২৯ জন খুবজীপুরে ১০৮ জন মশিন্দায় ১৬৮ জন ধারাবারিষায় ১৭৫ জন এবং চাপিলায় ১৮২ জনসহ মোট ৯৮১ জন তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন। গত ২৯ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ৪০০ টাকা দিন হাজিরা চুক্তি কাজ করেছেন তাঁরা। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত এসব শ্রমিকের মুজরির টাকা প্রতি সপ্তাহে তাঁদের মুঠোফোনে আসার কথা। কিন্তু কাজ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও মজুরির টাকা পাননি তারা।
ভুক্তভোগীদের টাকা না পাওয়ার কথা স্বীকার করে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, ‘তালিকাভুক্ত শ্রমকিদের বেশিরভাগই অতি দরিদ্র। মজুরির টাকায় তাঁদের সংসার চলে। কাজ শেষ হওয়ার পরও মজুরির টাকা না পাওয়ায় প্রতিদিন শ্রমিকদের কষ্টের কথা শুনতে হচ্ছে।’
উপজেলার অন্য ইউপির চেয়ারম্যানেরা বলেন, হতদরিদ্র শ্রমিকেরা তাঁদের মজুরির টাকার ওপর নির্ভর করে সংসার চালানোসহ বিভিন্ন এনজিওর কিস্তির টাকা দিয়ে থাকেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর মজুরির টাকা না পেয়ে অমানবিক জীবন যাপন করছেন শ্রমিকেরা।
এদিকে, শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) জানানোর পর নাজিরপুর ইউনিয়র বাদে অন্য ইউনিয়নের শ্রমিকেরা মাত্র ৫ দিনের করে মজুরির টাকা পেলেও এখনো ৩৫ দিনের মজুরির টাকা বকেয়া রয়েছে বলে জানান সংশ্লিষ্ট চেয়ারম্যানেরা। রমজান ও ঈদকে ঘিরে শ্রমিকদের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বছর থেকে শ্রমিকদের মজুরির টাকা নিজ নিজ মুঠোফোনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারনে তালিকাভুক্ত শ্রমিকদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে অনলাইনে পাঠানো হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারনে মজুরির টাকা পেতে দেড়ি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ৬ ইউনিয়নে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসুচীর কাজ শেষ হলেও মজুরির টাকা পাচ্ছেনা ৯৮১ শ্রমিক। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এসব শ্রমিকের। মজুরি বাবদ শ্রমিকদের প্রাপ্য রয়েছে ১ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সুত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ২১৯ জন বিয়াঘাটে ১২৯ জন খুবজীপুরে ১০৮ জন মশিন্দায় ১৬৮ জন ধারাবারিষায় ১৭৫ জন এবং চাপিলায় ১৮২ জনসহ মোট ৯৮১ জন তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন। গত ২৯ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ৪০০ টাকা দিন হাজিরা চুক্তি কাজ করেছেন তাঁরা। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত এসব শ্রমিকের মুজরির টাকা প্রতি সপ্তাহে তাঁদের মুঠোফোনে আসার কথা। কিন্তু কাজ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও মজুরির টাকা পাননি তারা।
ভুক্তভোগীদের টাকা না পাওয়ার কথা স্বীকার করে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, ‘তালিকাভুক্ত শ্রমকিদের বেশিরভাগই অতি দরিদ্র। মজুরির টাকায় তাঁদের সংসার চলে। কাজ শেষ হওয়ার পরও মজুরির টাকা না পাওয়ায় প্রতিদিন শ্রমিকদের কষ্টের কথা শুনতে হচ্ছে।’
উপজেলার অন্য ইউপির চেয়ারম্যানেরা বলেন, হতদরিদ্র শ্রমিকেরা তাঁদের মজুরির টাকার ওপর নির্ভর করে সংসার চালানোসহ বিভিন্ন এনজিওর কিস্তির টাকা দিয়ে থাকেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর মজুরির টাকা না পেয়ে অমানবিক জীবন যাপন করছেন শ্রমিকেরা।
এদিকে, শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) জানানোর পর নাজিরপুর ইউনিয়র বাদে অন্য ইউনিয়নের শ্রমিকেরা মাত্র ৫ দিনের করে মজুরির টাকা পেলেও এখনো ৩৫ দিনের মজুরির টাকা বকেয়া রয়েছে বলে জানান সংশ্লিষ্ট চেয়ারম্যানেরা। রমজান ও ঈদকে ঘিরে শ্রমিকদের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বছর থেকে শ্রমিকদের মজুরির টাকা নিজ নিজ মুঠোফোনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারনে তালিকাভুক্ত শ্রমিকদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে অনলাইনে পাঠানো হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারনে মজুরির টাকা পেতে দেড়ি হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৪ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৯ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৪ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে