বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ছাগল নিয়ে দ্বন্দ্বে ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে।
আহতরা হলেন—উপজেলার বড় পিঙ্গইন গ্রামের জাহিদুল ইসলাম (৪২), জামিন প্রাং (৪০), মল্লিকপুর গ্রামের সিয়াম হোসেন (২০), সোহেল রানা (২২), যুবায়ের হোসেন (২৩), রফিকুল ইসলাম (৫০), আজাহার আলী (৫৫), খালিদ হাসান (৩২), বাবুল হোসেন (৩৫), রিনা বেগম (৪৫), তহমিনা বেগম (৩০), কছিমুদ্দিন (৪৫), কাজল হোসেন (৩০), ওবায়দুল্লাহ (৪৫), মালু মন্ডল (৬০), আব্দুস সালাম (৪০), শাওন হোসেন (২৯) ও সাইদুল ইসলাম (৪০)।
আহত জাহিদুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির পটলের জমি ছাগল নষ্ট করে। রফিকুল ইসলাম সেই ছাগল তারিয়ে দিতে গিয়ে বড়াল নদীতে পড়ে যায়। সেই বিষয় নিয়ে প্রতীবেশী আব্দুস সালামের ব্যক্তির সঙ্গে হাতাহাতি হয়। গতকাল শুক্রবার রাতে বাড়ি যাওয়ার সময় বাবুল হোসেন ও তাঁর লোকজন রফিকুল ইসলামকে মারপিট করে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে আমাদেরকেও মারপিট করে।’
বাবুল হোসেন বলেন, ‘রফিকুল ইসলাম ছাগলকে মারপিট করে। আব্দুস সালাম সেটির প্রতিবাদ করলে তাঁকে মারপিট করে। সেই ঘটনায় শুক্রবার রাতে কয়েকটি গ্রাম থেকে লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করেছে।’
রফিকুল ইসলাম বলেন, ‘আব্দুস সালাম ও বাবুল হোসেনরা এলাকায় জুলুমবাজ লোক হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার তাদের প্রতিবেশী ১১ বছরের ও আড়াই বছরের শিশুকে মারপিট করে। তারা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডলি রানী বলেন, ১০ হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বলেন, ছাগল নিয়ে গ্রামবাসীদের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন রফিকুল ইসলাম। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা ছলছে।
নাটোরের বড়াইগ্রামে ছাগল নিয়ে দ্বন্দ্বে ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে।
আহতরা হলেন—উপজেলার বড় পিঙ্গইন গ্রামের জাহিদুল ইসলাম (৪২), জামিন প্রাং (৪০), মল্লিকপুর গ্রামের সিয়াম হোসেন (২০), সোহেল রানা (২২), যুবায়ের হোসেন (২৩), রফিকুল ইসলাম (৫০), আজাহার আলী (৫৫), খালিদ হাসান (৩২), বাবুল হোসেন (৩৫), রিনা বেগম (৪৫), তহমিনা বেগম (৩০), কছিমুদ্দিন (৪৫), কাজল হোসেন (৩০), ওবায়দুল্লাহ (৪৫), মালু মন্ডল (৬০), আব্দুস সালাম (৪০), শাওন হোসেন (২৯) ও সাইদুল ইসলাম (৪০)।
আহত জাহিদুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির পটলের জমি ছাগল নষ্ট করে। রফিকুল ইসলাম সেই ছাগল তারিয়ে দিতে গিয়ে বড়াল নদীতে পড়ে যায়। সেই বিষয় নিয়ে প্রতীবেশী আব্দুস সালামের ব্যক্তির সঙ্গে হাতাহাতি হয়। গতকাল শুক্রবার রাতে বাড়ি যাওয়ার সময় বাবুল হোসেন ও তাঁর লোকজন রফিকুল ইসলামকে মারপিট করে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে আমাদেরকেও মারপিট করে।’
বাবুল হোসেন বলেন, ‘রফিকুল ইসলাম ছাগলকে মারপিট করে। আব্দুস সালাম সেটির প্রতিবাদ করলে তাঁকে মারপিট করে। সেই ঘটনায় শুক্রবার রাতে কয়েকটি গ্রাম থেকে লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করেছে।’
রফিকুল ইসলাম বলেন, ‘আব্দুস সালাম ও বাবুল হোসেনরা এলাকায় জুলুমবাজ লোক হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার তাদের প্রতিবেশী ১১ বছরের ও আড়াই বছরের শিশুকে মারপিট করে। তারা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডলি রানী বলেন, ১০ হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বলেন, ছাগল নিয়ে গ্রামবাসীদের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন রফিকুল ইসলাম। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা ছলছে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১১ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
১৮ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৩৪ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে