Ajker Patrika

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে জুতা পায়ে বিএনপি নেতা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে জুতা পায়ে বিএনপি নেতা

রাজশাহীর বাঘায় মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জুতা পায়ে শহীদ মিনারে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু। শহীদদের অসম্মানিত করায় তাঁর এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি

কলেজের শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা ও পৌর বিএনপি নেতা–কর্মীরা। এ সময় এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলুকে জুতা পরা অবস্থায় শহীদ মিনার বেদিতে ফুল দিতে দেখা যায়। এ ঘটনার কিছুক্ষণ পরে শহীদ মিনারের বেদিতে জুতা পরে দাঁড়িয়ে থাকার তাঁর ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিন্দার ঝড় উঠেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু প্রথমে বিএনপি দলীয় প্রতিপক্ষ গ্রুপের কারসাজি দাবি করলেও, পরে অসাবধানতাবশত জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠেছিলেন বলে জানান তিনি। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছি। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত