প্রতিনিধি, তানোর (রাজশাহী)
ঘটনার ৭ দিনের মধ্যে রাজশাহীর তানোরে গৃহবধূ তহুরা (৩৯) হত্যার রহস্য উন্মোচন করেছে থানা-পুলিশ। এ ঘটনায় নিহতের একমাত্র ১৭ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তানোর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তহুরা উপজেলার টকটকিয়ার আহম্মদ হাজীর মেয়ে। প্রায় ১৮ বছর আগে উপজেলার বুরুজের কাইয়ুম আলীর সঙ্গে তহুরার বিয়ে হয়।
জানা যায়, তহুরার স্বামী কাইয়ুম তিন বছর আগে হেরোইনসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। এরপর থেকে তহুরা তাঁর একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে রয়েছেন। প্রতিদিনের মতো বাড়ির সবাই গত ২৪ আগস্ট দিবাগত রাতে ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির পাশে মাটিতে তহুরার লাশ দেখতে পান পরিবারের লোকজন। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহত তহুরার বাবা আহম্মদ হাজী মামলা দায়ের করেন।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, মৃত তহুরা ও তাঁর ছেলে এক ঘরে ঘুমাত। তাঁর ছেলে গত বছর এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল করে। ঘটনার রাতে তহুরা তাঁর ছেলেকে পড়তে বসতে বললে সে শুয়ে পড়ে। এতে তাঁর মা তাকে ধমক ও থাপ্পড় দেয়। আরেকটা থাপ্পড় মারতে গেলে ছেলে মাকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তহুরা। ঘটনার আকস্মিকতায় ছেলে বিভ্রান্ত হয়ে মায়ের মরদেহ বাইরে রেখে আসে।
এ মামলার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়ে তানোর থানার ওসি রাকিবুল হাসান আরও বলেন, সম্ভাব্য সকল বিষয় মাথায় রেখে জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তের সময় একটা বিষয় আমাদের সবার মাথায় ছিল যে মেয়েটির লাশ বাইরে পাওয়া গেলেও তাঁর বসতবাড়ির দুইটি দরজাই ভেতর থেকে লাগানো ছিল। মেয়েটির মা সকালে নিজে দরজা দুইটি খুলেছে। তহুরার মায়ের বয়স ৭০ ও বাবার বয়স ৮০। বাড়িতে অবস্থান করা চারজনের মধ্যে মৃত গৃহবধূ ব্যতীত তাঁর ১৭ বছরের ছেলে ছিল।
লাশ দেখে মনে হচ্ছিল পূর্ব প্রস্তুতি নিয়ে মার্ডার করার মতো ভিকটিম সে নয়। এখানেই আমাদের একটি চ্যালেঞ্জ ছিল। তবে সার্বিক বিবেচনায় মৃতের ছেলেকেই সন্দেহ হতে থাকে। গত ৩১ আগস্ট মুন্ডুমালা তদন্তকেন্দ্রে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ছাড়াও আমি, তদন্ত কর্মকর্তাসহ তানোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী মৃত তহুরার ছেলেকে ডেকে নিয়ে সকলে মিলে জেরা করলে সে স্বীকার করে। পরদিন গত ১ সেপ্টেম্বর ওই ছেলে রাজশাহীর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ঘটনার ৭ দিনের মধ্যে রাজশাহীর তানোরে গৃহবধূ তহুরা (৩৯) হত্যার রহস্য উন্মোচন করেছে থানা-পুলিশ। এ ঘটনায় নিহতের একমাত্র ১৭ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তানোর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তহুরা উপজেলার টকটকিয়ার আহম্মদ হাজীর মেয়ে। প্রায় ১৮ বছর আগে উপজেলার বুরুজের কাইয়ুম আলীর সঙ্গে তহুরার বিয়ে হয়।
জানা যায়, তহুরার স্বামী কাইয়ুম তিন বছর আগে হেরোইনসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। এরপর থেকে তহুরা তাঁর একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে রয়েছেন। প্রতিদিনের মতো বাড়ির সবাই গত ২৪ আগস্ট দিবাগত রাতে ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির পাশে মাটিতে তহুরার লাশ দেখতে পান পরিবারের লোকজন। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহত তহুরার বাবা আহম্মদ হাজী মামলা দায়ের করেন।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, মৃত তহুরা ও তাঁর ছেলে এক ঘরে ঘুমাত। তাঁর ছেলে গত বছর এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল করে। ঘটনার রাতে তহুরা তাঁর ছেলেকে পড়তে বসতে বললে সে শুয়ে পড়ে। এতে তাঁর মা তাকে ধমক ও থাপ্পড় দেয়। আরেকটা থাপ্পড় মারতে গেলে ছেলে মাকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তহুরা। ঘটনার আকস্মিকতায় ছেলে বিভ্রান্ত হয়ে মায়ের মরদেহ বাইরে রেখে আসে।
এ মামলার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়ে তানোর থানার ওসি রাকিবুল হাসান আরও বলেন, সম্ভাব্য সকল বিষয় মাথায় রেখে জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তের সময় একটা বিষয় আমাদের সবার মাথায় ছিল যে মেয়েটির লাশ বাইরে পাওয়া গেলেও তাঁর বসতবাড়ির দুইটি দরজাই ভেতর থেকে লাগানো ছিল। মেয়েটির মা সকালে নিজে দরজা দুইটি খুলেছে। তহুরার মায়ের বয়স ৭০ ও বাবার বয়স ৮০। বাড়িতে অবস্থান করা চারজনের মধ্যে মৃত গৃহবধূ ব্যতীত তাঁর ১৭ বছরের ছেলে ছিল।
লাশ দেখে মনে হচ্ছিল পূর্ব প্রস্তুতি নিয়ে মার্ডার করার মতো ভিকটিম সে নয়। এখানেই আমাদের একটি চ্যালেঞ্জ ছিল। তবে সার্বিক বিবেচনায় মৃতের ছেলেকেই সন্দেহ হতে থাকে। গত ৩১ আগস্ট মুন্ডুমালা তদন্তকেন্দ্রে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ছাড়াও আমি, তদন্ত কর্মকর্তাসহ তানোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী মৃত তহুরার ছেলেকে ডেকে নিয়ে সকলে মিলে জেরা করলে সে স্বীকার করে। পরদিন গত ১ সেপ্টেম্বর ওই ছেলে রাজশাহীর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে