বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জামিল মাদ্রাসার দেয়াল ধসে আয়নুল হক (৫৫) নামের এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে এক নারীসহ দুই শিশু। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চকফরিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আয়নুল হক সিরাজগঞ্জ সদরের চরনান্দিনা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় এক মাস ধরে ওই মাদ্রাসায় নিরাপত্তা প্রহরীর পদে চাকরি করছিলেন।
আহতরা হলো সদরের মাটিডালী এলাকার বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবক মোছা. মুক্তা (৩৫), শিবগঞ্জের চণ্ডিহারা এলাকার হামিম (১২) ও কাহালুর মেফতাজুল (৫)। এই দুই শিশু জামিল মাদ্রাসার শিক্ষার্থী। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাদ্রাসার দক্ষিণ-পশ্চিম পাশের সীমানা দেয়ালটি কয়েক মাস ধরে হেলে পড়ে ছিল। ধসে পড়া সীমানা দেয়ালের পাশে মাদ্রাসার রান্নাঘর। এখানে ছোট একটি পকেটগেট রয়েছে। এই পথে মাদ্রাসার স্টাফ ও নারী অভিভাবকেরা সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মাদ্রাসার বাবুর্চি মো. বেলাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের জন্য দুপুরে রান্নার কাজ চলছিল। আর প্রহরী আয়নুল পকেটগেটে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বিকট শব্দ শুনে ছুটে এসে দেখি প্রায় ৫০ ফুট দীর্ঘ দেয়ালটি ধসে পড়েছে। পরে কাছে গেলে আয়নুলকে দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখি।’
এই বাবুর্চি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আয়নুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শহরের বনানী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল হক বলেন, আয়নুল হক মাসখানেক হলো মাদ্রাসায় চাকরি শুরু করেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা রওনা দিয়েছেন। পরিবারের সদস্যদের চাওয়া অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ায় জামিল মাদ্রাসার দেয়াল ধসে আয়নুল হক (৫৫) নামের এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে এক নারীসহ দুই শিশু। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চকফরিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আয়নুল হক সিরাজগঞ্জ সদরের চরনান্দিনা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় এক মাস ধরে ওই মাদ্রাসায় নিরাপত্তা প্রহরীর পদে চাকরি করছিলেন।
আহতরা হলো সদরের মাটিডালী এলাকার বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবক মোছা. মুক্তা (৩৫), শিবগঞ্জের চণ্ডিহারা এলাকার হামিম (১২) ও কাহালুর মেফতাজুল (৫)। এই দুই শিশু জামিল মাদ্রাসার শিক্ষার্থী। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাদ্রাসার দক্ষিণ-পশ্চিম পাশের সীমানা দেয়ালটি কয়েক মাস ধরে হেলে পড়ে ছিল। ধসে পড়া সীমানা দেয়ালের পাশে মাদ্রাসার রান্নাঘর। এখানে ছোট একটি পকেটগেট রয়েছে। এই পথে মাদ্রাসার স্টাফ ও নারী অভিভাবকেরা সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মাদ্রাসার বাবুর্চি মো. বেলাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের জন্য দুপুরে রান্নার কাজ চলছিল। আর প্রহরী আয়নুল পকেটগেটে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বিকট শব্দ শুনে ছুটে এসে দেখি প্রায় ৫০ ফুট দীর্ঘ দেয়ালটি ধসে পড়েছে। পরে কাছে গেলে আয়নুলকে দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখি।’
এই বাবুর্চি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আয়নুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শহরের বনানী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল হক বলেন, আয়নুল হক মাসখানেক হলো মাদ্রাসায় চাকরি শুরু করেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা রওনা দিয়েছেন। পরিবারের সদস্যদের চাওয়া অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওঝার ভরসায় সময় শেষ করে ৪ ঘণ্টা পর হাসপাতালে নেওয়ার কারণে ওই যুবককে ভ্যাকসিন দিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।
১০ মিনিট আগেচট্টগ্রামে হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় আলাদা দুটি হাসপাতাল নির্মাণ পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ ছাড়া কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও আছে বলে জানান তিনি।
১৩ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুস সাত্তার বাদশা (২৫) নামে এক যুবকের হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে আপন বড় ভাই রমজান আলী মিশনের (৩২) বিরুদ্ধে।
১৬ মিনিট আগে৭০ শতাংশ আবাসন ভাতা ও বাজেট বৃদ্ধিসহ তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে পড়েছে। আজ বুধবার দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষক-শিক্ষার্থীরা যমুনার দিকে এগুতে নিলে পুলিশ
১৭ মিনিট আগে