আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ট্রাক ও কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় আদমদীঘি থানায় দুই পক্ষের কর্মীরা পাল্টা দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুই পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয় প্রার্থীদের প্রচারণা। গত বুধবার দুপুরে আদমদীঘি জনতা ব্যাংকের সামনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের পোস্টারের ওপর কাঁচি প্রতীকের প্রার্থী অজয় সরকারের পোস্টার লাগানো নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ট্রাক প্রতীকের কর্মী রাজু আহম্মেদ নয়নসহ পাঁচজন গুরুতর আহত হন। এ ঘটনায় রাজু আহম্মেদ নয়ন বাদী হয়ে আদমদীঘি থানায় কাঁচি প্রতীকের কর্মী রশিদুল ইসলাম রশিদ, হাসানসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থক রশিদুল ইসলাম রশিদ বলেন, ‘সেদিন আদমদীঘি জনতা ব্যাংকের সামনে কয়েকজন নিয়ে কাঁচি প্রতীকের প্রার্থী অজয় কুমারের নির্বাচনী প্রচারণার কাজ করছিলাম। এ সময় সেখানে ট্রাক প্রতীকের কর্মী-সমর্থক আব্দুল হক আবু দলবদ্ধ হয়ে এসে আমার কাছে থেকে হ্যান্ড পোস্টার ছিনিয়ে নেন। এতে বাধা দিলে আমার শার্টের কলার ধরে এলোপাতাড়ি কিল, ঘুষি মারেন। পরে একই দিন বিকেলে আমার বাড়ির সামনে এসে তারা হুমকি-ধমকি দিয়ে যান। এ ব্যাপারে থানায় ট্রাক প্রতীকের কর্মী-সমর্থক আব্দুল হক আবুসহ চারজনের নামে লিখিত অভিযোগ করেছি।’
বগুড়ার আদমদীঘিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ট্রাক ও কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় আদমদীঘি থানায় দুই পক্ষের কর্মীরা পাল্টা দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুই পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয় প্রার্থীদের প্রচারণা। গত বুধবার দুপুরে আদমদীঘি জনতা ব্যাংকের সামনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের পোস্টারের ওপর কাঁচি প্রতীকের প্রার্থী অজয় সরকারের পোস্টার লাগানো নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ট্রাক প্রতীকের কর্মী রাজু আহম্মেদ নয়নসহ পাঁচজন গুরুতর আহত হন। এ ঘটনায় রাজু আহম্মেদ নয়ন বাদী হয়ে আদমদীঘি থানায় কাঁচি প্রতীকের কর্মী রশিদুল ইসলাম রশিদ, হাসানসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থক রশিদুল ইসলাম রশিদ বলেন, ‘সেদিন আদমদীঘি জনতা ব্যাংকের সামনে কয়েকজন নিয়ে কাঁচি প্রতীকের প্রার্থী অজয় কুমারের নির্বাচনী প্রচারণার কাজ করছিলাম। এ সময় সেখানে ট্রাক প্রতীকের কর্মী-সমর্থক আব্দুল হক আবু দলবদ্ধ হয়ে এসে আমার কাছে থেকে হ্যান্ড পোস্টার ছিনিয়ে নেন। এতে বাধা দিলে আমার শার্টের কলার ধরে এলোপাতাড়ি কিল, ঘুষি মারেন। পরে একই দিন বিকেলে আমার বাড়ির সামনে এসে তারা হুমকি-ধমকি দিয়ে যান। এ ব্যাপারে থানায় ট্রাক প্রতীকের কর্মী-সমর্থক আব্দুল হক আবুসহ চারজনের নামে লিখিত অভিযোগ করেছি।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৩ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৮ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৩ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে