Ajker Patrika

প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন বগুড়ার ৮ সাংবাদিক

বগুড়া প্রতিনিধি
প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন বগুড়ার ৮ সাংবাদিক

প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তরফ থেকে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) ৮ সদস্যকে সাড়ে আট লাখ টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে চেকগুলো হস্তান্তর করা হয়। 

ওই ৮ সাংবাদিক হলেন—মুরশীদ আলম, আমিনুর রহমান মোহন, ফরহাদুজ্জামান শাহী, রাজু আহম্মেদ, বিধান চন্দ্র সিংহ, হাফিজা বীণা, আমজাদ হোসেন মিন্টু ও শফিউল আযম কমল এবং শিবগঞ্জ উপজেলায় কর্মরত কামরুজ্জামান ও গাবতলীতে কর্মরত আল আমিন মণ্ডল। 

বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে নিবেদিত। বর্তমান সরকার মনে করে সাংবাদিকদের জীবনমানের উন্নয়ন অত্যন্ত জরুরি। এ কারণে কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। যেকোনো সংকটে সাংবাদিকেরা এখান থেকে সহায়তা পেতে পারবেন।’ 

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন এবং বিএফইউজের নির্বাহী পরিষদের সদস্য প্রদীপ ভট্টাচার্য শংকর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত