পাবনা প্রতিনিধি
মায়ের পেটে থাকতেই দুর্ঘটনায় মারা যান বাবা। আর জন্মের দিনই মা ফেলে চলে গেছে অন্যত্র। এরপর থেকেই মানবেতর জীবন পার করছে অসহায় দুই এতিম শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও দেখে পাবনার আটঘরিয়ার সেই দুই শিশুর দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের নির্দেশে আজ শনিবার সকালে আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে গিয়ে ‘আমরা বিএনপির পরিবার’-এর পক্ষ থেকে তাদের হাতে তারেক রহমানের অনুদান তুলে দেওয়া হয়। সেই সঙ্গে তাদের ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
স্থানীয়রা জানান, চার বছর আগে সঞ্জয়পুর গ্রামের রাজু প্রামাণিকের ছেলে আলতাফ প্রামাণিক এক শিশুছেলে ও গর্ভবতী স্ত্রী রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর কয়েক মাস পর স্ত্রী লাভলী দ্বিতীয় সন্তান প্রসব করেই ওই দিনই তাদের ছেড়ে চলে যান, আর খোঁজখবর নেননি।
অসহায় দুই শিশুর দায়িত্ব নেন তাদের দাদা দরিদ্র রাজু প্রামাণিক। বাড়ির সঙ্গে ছোট একটা দোকান দিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। তাদের এমন করুণ অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি দাগ কাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনে। তিনি সঙ্গে সঙ্গে দুই শিশুকে খুঁজে বের করতে আমরা বিএনপি পরিবারকে নির্দেশনা দেন।
অসহায় এই পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ ছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় এই পরিবারের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি জামিল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।
জানতে চাইলে আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন আজকের পত্রিকাকে বলেন, ‘মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সংগঠনের উদ্দেশ্য হলো বিএনপির নির্যাতিত নেতা-কর্মী, গুম-খুনের শিকার বিএনপি নেতা-কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো। এ ছাড়া সমাজের অনেক অসহায় পরিবার আছে যারা ঠিকমতো খেতে পায় না, পরিবারের সন্তান হারিয়েছে, এমন কিছু মানবিক বিষয়ে তারেক রহমান সহযোগিতা করে থাকেন। তারই নির্দেশে আজ আমরা পাবনার এই দুই অসহায় শিশুর পাশে দাঁড়িয়েছি। তারেক রহমান লন্ডনে থাকলেও, তাঁর মনপ্রাণ সব সময় বাংলাদেশেই আছে। এ দেশের মানুষের কথা তিনি ভাবেন।’
মায়ের পেটে থাকতেই দুর্ঘটনায় মারা যান বাবা। আর জন্মের দিনই মা ফেলে চলে গেছে অন্যত্র। এরপর থেকেই মানবেতর জীবন পার করছে অসহায় দুই এতিম শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও দেখে পাবনার আটঘরিয়ার সেই দুই শিশুর দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের নির্দেশে আজ শনিবার সকালে আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে গিয়ে ‘আমরা বিএনপির পরিবার’-এর পক্ষ থেকে তাদের হাতে তারেক রহমানের অনুদান তুলে দেওয়া হয়। সেই সঙ্গে তাদের ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
স্থানীয়রা জানান, চার বছর আগে সঞ্জয়পুর গ্রামের রাজু প্রামাণিকের ছেলে আলতাফ প্রামাণিক এক শিশুছেলে ও গর্ভবতী স্ত্রী রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর কয়েক মাস পর স্ত্রী লাভলী দ্বিতীয় সন্তান প্রসব করেই ওই দিনই তাদের ছেড়ে চলে যান, আর খোঁজখবর নেননি।
অসহায় দুই শিশুর দায়িত্ব নেন তাদের দাদা দরিদ্র রাজু প্রামাণিক। বাড়ির সঙ্গে ছোট একটা দোকান দিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। তাদের এমন করুণ অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি দাগ কাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনে। তিনি সঙ্গে সঙ্গে দুই শিশুকে খুঁজে বের করতে আমরা বিএনপি পরিবারকে নির্দেশনা দেন।
অসহায় এই পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ ছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় এই পরিবারের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি জামিল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।
জানতে চাইলে আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন আজকের পত্রিকাকে বলেন, ‘মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সংগঠনের উদ্দেশ্য হলো বিএনপির নির্যাতিত নেতা-কর্মী, গুম-খুনের শিকার বিএনপি নেতা-কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো। এ ছাড়া সমাজের অনেক অসহায় পরিবার আছে যারা ঠিকমতো খেতে পায় না, পরিবারের সন্তান হারিয়েছে, এমন কিছু মানবিক বিষয়ে তারেক রহমান সহযোগিতা করে থাকেন। তারই নির্দেশে আজ আমরা পাবনার এই দুই অসহায় শিশুর পাশে দাঁড়িয়েছি। তারেক রহমান লন্ডনে থাকলেও, তাঁর মনপ্রাণ সব সময় বাংলাদেশেই আছে। এ দেশের মানুষের কথা তিনি ভাবেন।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৩৭ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে