বগুড়া প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে যুবলীগ নেতার অবৈধ বালুমহালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালুমহাল থেকে জব্দ করা হয়েছে তিনটি ট্রাক ও একটি ভেকু মেশিন। গতকাল শুক্রবার রাতে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দুই মাস ধরে সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার ও সাবেক সভাপতি আবদুস সালামের নেতৃত্বে যমুনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তুলে বিক্রির কাজ চলছিল। বালু তোলার কারণে যমুনা নদীর পশ্চিম তীর ছাড়াও নদীতীর রক্ষায় নির্মিত বাঁধ ও হার্ড পয়েন্ট ঝুঁকির মুখে পড়েছে। বগুড়ায় যমুনা নদী থেকে বালু তোলার জন্য জেলা প্রশাসন সারিয়াকান্দির বোহালি ও নারাপালা মৌজায় দুটি পয়েন্টে বালুমহাল ঘোষণা করে দরপত্র আহ্বান করে। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাছেদুজ্জামান রাসেল বোহালী এবং উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার নারাপালা বালু মহাল ইজারা নেন। আইয়ুব তরফদার তাঁর ইজারা নেওয়া বালুমহাল দূরবর্তী স্থানে হওয়ার অজুহাত দেখিয়ে যমুনা নদীর দীঘলকান্দি হার্ডপয়েন্ট এলাকায় যমুনা নদী থেকে বালু তোলা শুরু করেন।
পাশাপাশি তিনি আরও ছয়টি অবৈধ বালুমহাল সৃষ্টি করেন। দীঘলকান্দি থেকে আইয়ুব আলী নিজে বালু তোলার পাশাপাশি অন্য পাঁচটি অবৈধ বালুমহাল মৌখিকভাবে পাঁচজনের কাছে সাব-ইজারা দেন। এর মধ্যে যুবলীগের সাবেক সভাপতি আবুস সালাম তিতপরল এলাকায় যমুনা নদী থেকে বালু তোলা শুরু করেন।
দিনরাত বালুর ট্রাক যাতায়াত করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ছাড়াও রাস্তা ভেঙে যাচ্ছে। ফলে এলাকাবাসী অবৈধ বালু তোলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। এ কারণে গতকাল রাতে সারিয়াকান্দি উপজেলার ইউএনও সঞ্জয় কুমার মহন্ত ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুরের নেতৃত্বে পুলিশ, র্যাব ও এপিবিএন পুলিশ সদস্যরা অবৈধ বালু মহালগুলোয় অভিযান চালান। অভিযানের আগেই তিতপরল থেকে ভেকু মেশিন সরিয়ে ফেলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম। বর্তমান সভাপতি আইয়ুব তরফদারের দীঘলকান্দি পয়েন্ট থেকে বালুবাহী দুটি ট্রাক এবং কর্ণিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নান্নুর কাছে আইয়ুবের সাব-ইজারা দেওয়া দেবডাঙ্গা বালুমহাল থেকে একটি ভেকু মেশিন ও একটি ট্রাক জব্দ করা হয়।
উপজেলা যুবলীগ সভাপতি আইয়ুব তরফদার আজকের পত্রিকাকে বলেন, ‘নারাপালায় যেখানে বালুমহালের কথা বলা হচ্ছে ,সেখানে কোনো বালু নেই। এ কারণে সম্প্রতি বদলি হয়ে যাওয়া সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে দীঘলকান্দিতে বালু তোলার জন্য যে স্থান দেখিয়ে দিয়েছেন, সেখান থেকেই তিনি এবং তাঁর লোকজন বালু তুলছেন।’ সাব-ইজারার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘ওই সব বালুমহালের সঙ্গে আমি জড়িত না।’
যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন, ‘এলাকাবাসী তিতপরল থেকে বালু তোলার বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করলে আমি বালু তোলা বন্ধ করে দিই।’
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, সরকারিভাবে বালুমহাল ঘোষণা করে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে অন্য স্থান থেকে বালু তোলার সুযোগ নেই।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে যুবলীগ নেতার অবৈধ বালুমহালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালুমহাল থেকে জব্দ করা হয়েছে তিনটি ট্রাক ও একটি ভেকু মেশিন। গতকাল শুক্রবার রাতে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দুই মাস ধরে সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার ও সাবেক সভাপতি আবদুস সালামের নেতৃত্বে যমুনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তুলে বিক্রির কাজ চলছিল। বালু তোলার কারণে যমুনা নদীর পশ্চিম তীর ছাড়াও নদীতীর রক্ষায় নির্মিত বাঁধ ও হার্ড পয়েন্ট ঝুঁকির মুখে পড়েছে। বগুড়ায় যমুনা নদী থেকে বালু তোলার জন্য জেলা প্রশাসন সারিয়াকান্দির বোহালি ও নারাপালা মৌজায় দুটি পয়েন্টে বালুমহাল ঘোষণা করে দরপত্র আহ্বান করে। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাছেদুজ্জামান রাসেল বোহালী এবং উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার নারাপালা বালু মহাল ইজারা নেন। আইয়ুব তরফদার তাঁর ইজারা নেওয়া বালুমহাল দূরবর্তী স্থানে হওয়ার অজুহাত দেখিয়ে যমুনা নদীর দীঘলকান্দি হার্ডপয়েন্ট এলাকায় যমুনা নদী থেকে বালু তোলা শুরু করেন।
পাশাপাশি তিনি আরও ছয়টি অবৈধ বালুমহাল সৃষ্টি করেন। দীঘলকান্দি থেকে আইয়ুব আলী নিজে বালু তোলার পাশাপাশি অন্য পাঁচটি অবৈধ বালুমহাল মৌখিকভাবে পাঁচজনের কাছে সাব-ইজারা দেন। এর মধ্যে যুবলীগের সাবেক সভাপতি আবুস সালাম তিতপরল এলাকায় যমুনা নদী থেকে বালু তোলা শুরু করেন।
দিনরাত বালুর ট্রাক যাতায়াত করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ছাড়াও রাস্তা ভেঙে যাচ্ছে। ফলে এলাকাবাসী অবৈধ বালু তোলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। এ কারণে গতকাল রাতে সারিয়াকান্দি উপজেলার ইউএনও সঞ্জয় কুমার মহন্ত ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুরের নেতৃত্বে পুলিশ, র্যাব ও এপিবিএন পুলিশ সদস্যরা অবৈধ বালু মহালগুলোয় অভিযান চালান। অভিযানের আগেই তিতপরল থেকে ভেকু মেশিন সরিয়ে ফেলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম। বর্তমান সভাপতি আইয়ুব তরফদারের দীঘলকান্দি পয়েন্ট থেকে বালুবাহী দুটি ট্রাক এবং কর্ণিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নান্নুর কাছে আইয়ুবের সাব-ইজারা দেওয়া দেবডাঙ্গা বালুমহাল থেকে একটি ভেকু মেশিন ও একটি ট্রাক জব্দ করা হয়।
উপজেলা যুবলীগ সভাপতি আইয়ুব তরফদার আজকের পত্রিকাকে বলেন, ‘নারাপালায় যেখানে বালুমহালের কথা বলা হচ্ছে ,সেখানে কোনো বালু নেই। এ কারণে সম্প্রতি বদলি হয়ে যাওয়া সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে দীঘলকান্দিতে বালু তোলার জন্য যে স্থান দেখিয়ে দিয়েছেন, সেখান থেকেই তিনি এবং তাঁর লোকজন বালু তুলছেন।’ সাব-ইজারার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘ওই সব বালুমহালের সঙ্গে আমি জড়িত না।’
যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন, ‘এলাকাবাসী তিতপরল থেকে বালু তোলার বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করলে আমি বালু তোলা বন্ধ করে দিই।’
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, সরকারিভাবে বালুমহাল ঘোষণা করে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে অন্য স্থান থেকে বালু তোলার সুযোগ নেই।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে