মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁয় মান্দায় একটি পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে কিছুক্ষণ বসে থাকলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার। মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরীক্ষাকেন্দ্রের সচিব ও অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র। মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সঙ্গে নিয়ে ইউএনও লায়লা আনজুমান বানু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা কেন্দ্র পরিদর্শনে আসেন।
তাঁরা প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষ বন্ধ দেখতে পান। এ সময় কক্ষের তালা খুলে দেওয়ার জন্য কেন্দ্র সচিব ও সহকারী প্রধান শিক্ষককে নির্দেশ দেন। অধ্যক্ষ প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় ওই কক্ষের তালা ভেঙে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার ভেতরে প্রবেশ করেন।
গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানের সব শ্রেণিকক্ষ পরীক্ষা গ্রহণের কাজে ব্যবহৃত হয়ে আসছে। পরীক্ষা গ্রহণের কোনো দায়িত্বে না থাকায় বিধি অনুযায়ী গত রোববার ও আজ (মঙ্গলবার) পরীক্ষা চলাকালীন আমি প্রতিষ্ঠানে উপস্থিত ছিলাম না। বেলা সাড়ে ১১টার দিকে আমার অনুপস্থিতিতে ইউএনওর নির্দেশে আমার কক্ষের তালা ভাঙা হয়েছে। এ সময় একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
কেন্দ্রসচিব অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, ম্যাজিস্ট্রেট শামীম রেজা উপস্থিত থেকে প্রতিষ্ঠানের একজন দপ্তরিকে দিয়ে তালাটি ভেঙে ফেলেন। পরে ওই কক্ষে কিছুক্ষণ অবস্থানের পর তাঁরা বেরিয়ে যান। এ সময় আমিসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক–কর্মচারী উপস্থিত ছিলাম।
জানতে চাইলে মান্দার ইউএনও লায়লা আঞ্জুমান বানু এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজিব বলেন, ‘পরীক্ষা পরিচালনার কাজে ব্যবহারের জন্য অধ্যক্ষের কক্ষের তালা ভাঙা হয়েছে। এতে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা বলতে পারছি না।’
নওগাঁয় মান্দায় একটি পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে কিছুক্ষণ বসে থাকলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার। মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরীক্ষাকেন্দ্রের সচিব ও অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র। মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সঙ্গে নিয়ে ইউএনও লায়লা আনজুমান বানু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা কেন্দ্র পরিদর্শনে আসেন।
তাঁরা প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষ বন্ধ দেখতে পান। এ সময় কক্ষের তালা খুলে দেওয়ার জন্য কেন্দ্র সচিব ও সহকারী প্রধান শিক্ষককে নির্দেশ দেন। অধ্যক্ষ প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় ওই কক্ষের তালা ভেঙে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার ভেতরে প্রবেশ করেন।
গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানের সব শ্রেণিকক্ষ পরীক্ষা গ্রহণের কাজে ব্যবহৃত হয়ে আসছে। পরীক্ষা গ্রহণের কোনো দায়িত্বে না থাকায় বিধি অনুযায়ী গত রোববার ও আজ (মঙ্গলবার) পরীক্ষা চলাকালীন আমি প্রতিষ্ঠানে উপস্থিত ছিলাম না। বেলা সাড়ে ১১টার দিকে আমার অনুপস্থিতিতে ইউএনওর নির্দেশে আমার কক্ষের তালা ভাঙা হয়েছে। এ সময় একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
কেন্দ্রসচিব অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, ম্যাজিস্ট্রেট শামীম রেজা উপস্থিত থেকে প্রতিষ্ঠানের একজন দপ্তরিকে দিয়ে তালাটি ভেঙে ফেলেন। পরে ওই কক্ষে কিছুক্ষণ অবস্থানের পর তাঁরা বেরিয়ে যান। এ সময় আমিসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক–কর্মচারী উপস্থিত ছিলাম।
জানতে চাইলে মান্দার ইউএনও লায়লা আঞ্জুমান বানু এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজিব বলেন, ‘পরীক্ষা পরিচালনার কাজে ব্যবহারের জন্য অধ্যক্ষের কক্ষের তালা ভাঙা হয়েছে। এতে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা বলতে পারছি না।’
লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুর। শুধু সেপ্টেম্বরে সরকারি হিসাব অনুযায়ী, সদর হাসপাতালে কুকুর ও বিড়ালের আক্রমণের শিকার হয়ে আট শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু। আক্রান্ত ব্যক্তিদের টিকা দিতে গিয়ে হিমশিত খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
৩ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিনা মূল্যের সেবা পেতেও টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খামারিরা বলছেন, হাসপাতালটিতে ঠিকমতো চিকিৎসা মেলে না। এদিকে ভেটেরিনারি সার্জন হাসপাতালে পশুর চিকিৎসা না দিয়ে বাড়ি গিয়ে দিতে চান। এর জন্য তাঁকে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দিতে
৩ ঘণ্টা আগেতরুণ নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রায় এক ডজন প্রার্থী খুলনার ৬টি সংসদীয় আসনে মনোনয়ন পেতে জোর তৎপরতা শুরু করেছেন। মনোনয়নপ্রত্যাশীদের বড় অংশ বয়সে তরুণ এবং নির্বাচনী মাঠে নতুন মুখ। তবে বয়সে তরুণ হলেও উদ্যম, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় উন্নয়নে ভূমিকা তাঁদের সম্ভাবনাময় প্রার্থীতে পরিণত করব
৩ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের পাশের একটি দেয়াল ভেঙে চোরেরা প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গত রোববার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে একটি সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল।
৫ ঘণ্টা আগে