Ajker Patrika

হলের বারান্দা থেকে পড়ে আহত রাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২২: ১৮
হলের বারান্দা থেকে পড়ে আহত রাবি শিক্ষার্থীর মৃত্যু

হলের বারান্দা থেকে পড়ে আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। এরপর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃতু হয়। আজ বুধবার রাত ৮টার দিকে শহীদ হবিবুর রহমান হলের ৩ নম্বর ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা।

নিহত ওই শিক্ষার্থীর নাম শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

গুরুতর আহত অবস্থায় শাহরিয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর। 

শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মারা যান ওই শিক্ষার্থী

এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর পর উত্তেজিত হয়ে ওঠেন তাঁর সহপাঠীরা। চিকিৎসকদের অবহেলায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে দাবি তাঁদের। যারা দায়িত্বে ছিলেন তাঁদের নাম প্রকাশ করে শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রাশেদুল বলেন, ‘আজ রাত ৮টার দিকে অনেক জোরে শব্দ হলে এসে দেখি একজন ওপর থেকে পড়ে গেছে। এরপর আরও কয়েকজন মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আহত শিক্ষার্থী রামেক হাসপাতালে মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত