কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আনারস প্রতীক প্রার্থী মনোয়ার হোসেনের নির্বাচনী অফিসসহ কিছু দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীক প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদারের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে কালাই থানায় মামলা করেন বিদ্রোহী আনারস প্রতীক প্রার্থী মনোয়ার হোসেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত গিয়ে দেখা গেছে, বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের নির্বাচনী অফিসে প্রায় শতাধিক চেয়ার, টেবিল ভাঙা অবস্থায় রয়েছে। মেঝেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙা অবস্থায় পড়ে আছে। নির্বাচনী অফিস ঘরের টিন, মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে চায়ের দোকান, মুরগির দোকান ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ভেরেন্ডি উলিপুর মোড়ে নৌকা প্রতীক প্রার্থীর একটি পথসভা হয়। পথসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, মাত্রাই ইউনিয়নে আনারস প্রতীকের কোনো নির্বাচনী অফিস থাকবে না। যেগুলো আছে সেগুলো ভেঙে ফেলে দেও। এরই পরিপ্রেক্ষিতে পথসভা শেষে নৌকা প্রতীক প্রার্থীর সমর্থকেরা মাত্রাই বাজার সংলগ্ন মোল্লাপাড়ায় অবস্থিত আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের নির্বাচনী অফিসসহ মুরগির দোকান, চায়ের দোকান ভাঙচুর করা হয়।
স্থানীয় নয়ন চন্দ্র মালী বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা বলেন যদি নৌকায় ভোট দেও তাহলে ভোটকেন্দ্রে ভোট দিতে এসো, না হলে ভোটকেন্দ্রে ভোট দিতে আসার দরকার নেই।
এ বিষয়ে চায়ের দোকানি জাহাঙ্গীর হোসেন বলেন, নৌকা প্রতীক প্রার্থীর সমর্থকেরা আমার চায়ের দোকান ভাঙচুর করে ২১ হাজার ৩০০ টাকার সিগারেট নিয়ে গেছে।
মুরগির দোকানি সোহাগ মিয়া বলেন, আমার মুরগির দোকান ভাঙচুর করা হয়েছে। এ সময় দোকান থেকে মিটার স্কেলসহ অনেক কিছু নিয়ে গেছেন তাঁরা।
আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভেরেন্ডি উলিপুর মোড়ে নৌকা প্রতীক প্রার্থীর একটি পথসভা হয়। উক্ত পথসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে নৌকা প্রতীক প্রার্থীর সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে আমার নির্বাচনী অফিসসহ কিছু দোকান ভাঙচুর করেছে। তাঁরা বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে এবং আমার রক্ষিত পোস্টার, ব্যানার, হ্যান্ডবিল নিয়ে গেছে।
নৌকা প্রতীক প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আজকের পত্রিকাকে বলেন, তৃতীয় ধাপে মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীক প্রার্থীর আ ন ম শওকত হাবিব তালুকদারের সমর্থকেরা বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মনোয়ার হোসেনের নির্বাচনী অফিসসহ কিছু দোকান ভাঙচুর করেছে। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আনারস প্রতীক প্রার্থী মনোয়ার হোসেনের নির্বাচনী অফিসসহ কিছু দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীক প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদারের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে কালাই থানায় মামলা করেন বিদ্রোহী আনারস প্রতীক প্রার্থী মনোয়ার হোসেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত গিয়ে দেখা গেছে, বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের নির্বাচনী অফিসে প্রায় শতাধিক চেয়ার, টেবিল ভাঙা অবস্থায় রয়েছে। মেঝেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙা অবস্থায় পড়ে আছে। নির্বাচনী অফিস ঘরের টিন, মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে চায়ের দোকান, মুরগির দোকান ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ভেরেন্ডি উলিপুর মোড়ে নৌকা প্রতীক প্রার্থীর একটি পথসভা হয়। পথসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, মাত্রাই ইউনিয়নে আনারস প্রতীকের কোনো নির্বাচনী অফিস থাকবে না। যেগুলো আছে সেগুলো ভেঙে ফেলে দেও। এরই পরিপ্রেক্ষিতে পথসভা শেষে নৌকা প্রতীক প্রার্থীর সমর্থকেরা মাত্রাই বাজার সংলগ্ন মোল্লাপাড়ায় অবস্থিত আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের নির্বাচনী অফিসসহ মুরগির দোকান, চায়ের দোকান ভাঙচুর করা হয়।
স্থানীয় নয়ন চন্দ্র মালী বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা বলেন যদি নৌকায় ভোট দেও তাহলে ভোটকেন্দ্রে ভোট দিতে এসো, না হলে ভোটকেন্দ্রে ভোট দিতে আসার দরকার নেই।
এ বিষয়ে চায়ের দোকানি জাহাঙ্গীর হোসেন বলেন, নৌকা প্রতীক প্রার্থীর সমর্থকেরা আমার চায়ের দোকান ভাঙচুর করে ২১ হাজার ৩০০ টাকার সিগারেট নিয়ে গেছে।
মুরগির দোকানি সোহাগ মিয়া বলেন, আমার মুরগির দোকান ভাঙচুর করা হয়েছে। এ সময় দোকান থেকে মিটার স্কেলসহ অনেক কিছু নিয়ে গেছেন তাঁরা।
আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভেরেন্ডি উলিপুর মোড়ে নৌকা প্রতীক প্রার্থীর একটি পথসভা হয়। উক্ত পথসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে নৌকা প্রতীক প্রার্থীর সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে আমার নির্বাচনী অফিসসহ কিছু দোকান ভাঙচুর করেছে। তাঁরা বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে এবং আমার রক্ষিত পোস্টার, ব্যানার, হ্যান্ডবিল নিয়ে গেছে।
নৌকা প্রতীক প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আজকের পত্রিকাকে বলেন, তৃতীয় ধাপে মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীক প্রার্থীর আ ন ম শওকত হাবিব তালুকদারের সমর্থকেরা বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মনোয়ার হোসেনের নির্বাচনী অফিসসহ কিছু দোকান ভাঙচুর করেছে। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১২ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১৯ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩৩ মিনিট আগে