Ajker Patrika

নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

­­­নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৫: ০০
নওগাঁ বাস স্ট্যান্ড। ছবি: আজকের পত্রিকা
নওগাঁ বাস স্ট্যান্ড। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় দুই শ্রমিকনেতার ওপর হামলার প্রতিবাদে নওগাঁ থেকে বগুড়া ও ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে ঘোষণা ছাড়াই আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা।

পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডের মিতালী পাম্প এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি অটোচালকদের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় পরিস্থিতি সামলাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকদের একাংশ নওগাঁ থেকে বগুড়ার ওপর দিয়ে চলাচলকারী বাস আটকে দেয়, ফলে বন্ধ হয়ে যায় এই রুটের বাস চলাচল।

এদিকে বাস বন্ধ থাকায় ভোর থেকে বাসস্ট্যান্ডে এসে অপেক্ষা করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ কেউ বাসের অপেক্ষায় বসে থাকলেও অনেকে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা কিংবা ছোট গাড়িতে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

বগুড়াগামী যাত্রী মোসলেম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে বগুড়া যেতে হবে, কিন্তু বাস নেই। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়ায় ইজিবাইকে যেতে হচ্ছে। এটা সাধারণ মানুষের হয়রানি ছাড়া কিছুই নয়। শ্রমিকদের ঝামেলায় ভুগতে হচ্ছে আমাদের।’

ঢাকাগামী যাত্রী সুমন হোসেন বলেন, ‘ঈদের আগে জরুরি কাজে ঢাকা যেতে হবে, তাই সকাল সকাল এসে কাউন্টারে দাঁড়িয়েছি। কিন্তু এসে দেখি কোনো বাস নেই।’

একইভাবে চাকরিজীবী ফারুক আহমেদ বলেন, ‘আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। বাস বন্ধ থাকায় সময়মতো ঢাকায় পৌঁছানো সম্ভব হবে না। প্রয়োজনে অন্য পথে ঘুরে যাব, কিন্তু এতে সময় ও ভাড়া দুটোই বেশি লাগবে।’

শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, ‘আমার ঢাকায় পরীক্ষা আছে। আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। এখন এসে দেখি বাস বন্ধ! কী করব বুঝতে পারছি না।’

নওগাঁ শহরের এক ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘বগুড়ায় আমার দোকানের জন্য কিছু মালামাল আনতে হবে। বাস বন্ধ থাকায় যেতে পারছি না। ইজিবাইকে গেলে খরচ কয়েক গুণ বেশি পড়বে। ফলে ব্যবসায় ক্ষতি হবে।’

এ বিষয়ে নওগাঁ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘বগুড়ায় শ্রমিকনেতাকে ছুরিকাঘাতের ঘটনায় শ্রমিকদের ক্ষোভের কারণে আপাতত নওগাঁ থেকে বগুড়া ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু বাস বগুড়ার কাহালুর ভেতর দিয়ে বিকল্প পথে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল আবার শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত