Ajker Patrika

বিনা টিকিটে ভ্রমণ, ২ বছর পর ভাড়া পরিশোধ করলেন যাত্রী  

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিনা টিকিটে ভ্রমণ, ২ বছর পর ভাড়া পরিশোধ করলেন যাত্রী  

টানা দুই বছর টিকিট ছাড়াই সান্তাহার-রাজশাহী এবং রাজশাহী-ঢাকা রুটে যাতায়াত করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় দায় মুক্তি পেতে দুই বছর পর নিজে গিয়েই টিকিটের টাকা পরিশোধ করলেন। 

আজ রোববার দুপুরে রাজশাহীতে থাকা পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তরে গিয়ে আবু রায়হান নামের ওই যাত্রী দায় স্বীকার করে এই ভাড়া পরিশোধ করেন। 

বিষয়টি জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। তিনি বলেন, আবু রায়হান নওগাঁর মান্দা থেকে হঠাৎ করেই অফিসে হাজির। তিনি ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তাহার-রাজশাহী এবং রাজশাহী-ঢাকা রুটে টিকিট বিহীন অবস্থায় যাতায়াত করেছেন। হিসাব করে দেখা গেল টিকিটের মূল্য ছিল ৮৯০ টাকা। তিনি এই টাকা সরকারি খাতে জমা দিয়ে দায় মুক্ত হয়েছেন।

জিএম বলেন, ‘এই ব্যক্তির ধারণা টিকিট না কেটে তিনি শুধু নিজেকেই ফাঁকি দিচ্ছেন না, জনগণকেও ঠকাচ্ছেন। সেই চেতনা থেকেই তিনি এই টাকা জমা দেওয়ার জন্য আমার কাছে চলে আসেন। টাকাটা পেপার টিকিটের মাধ্যমে গ্রহণ করার পরে তিনি জানালেন বিরাট একটা বোঝা যেন তাঁর মাথা থেকে নেমে গেছে। তিনি খুবই হালকা বোধ করছেন। আমরা তার এই আত্মোপলব্ধি ও চেতনাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই।’ 

জিএম অসীম কুমার তালুকদার জানান, এটি একটি দৃষ্টান্ত। তাই মানুষের মধ্যে বিবেকবোধ জাগ্রত করতে এবং জনসচেতনতা বাড়াতে তিনি এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত