ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঈশ্বরদী শহরে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সদস্যরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাজারের প্রধান ফটকের সামনে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা থেকে বক্তারা নেসকোর তত্ত্বাবধানে ঈশ্বরদী উপজেলায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, ‘আমরা কোনোভাবেই প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম মেনে নেব না। কারণ এতে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষণ ও হয়রানি হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ, কমিশন ও সুদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।’
তাঁরা জানান, ইতিমধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের বিড়ম্বনা ও আর্থিক হয়রানি হওয়ার খবর আসছে। অথচ বিদ্যুৎ একটি সরকারি সেবা খাত। সেবা খাতে সরকারি বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকদের টাকা কর্তন করে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
শিল্প ও বণিক সমিতি সভাপতি মো. নান্নু রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য রবিউল আওয়াল সজীব প্রামাণিক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লিটনসহ অনেকে।
পথসভা শেষে আন্দোলনকারীরা শহরের প্রধান সড়ক দিয়ে স্লোগান দিতে দিতে বিদ্যুৎ অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন এবং প্রায় ঘণ্টাব্যাপী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। পরে বণিক সমিতির পক্ষ থেকে নেসকো কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়।
পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঈশ্বরদী শহরে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সদস্যরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাজারের প্রধান ফটকের সামনে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা থেকে বক্তারা নেসকোর তত্ত্বাবধানে ঈশ্বরদী উপজেলায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, ‘আমরা কোনোভাবেই প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম মেনে নেব না। কারণ এতে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষণ ও হয়রানি হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ, কমিশন ও সুদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।’
তাঁরা জানান, ইতিমধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের বিড়ম্বনা ও আর্থিক হয়রানি হওয়ার খবর আসছে। অথচ বিদ্যুৎ একটি সরকারি সেবা খাত। সেবা খাতে সরকারি বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকদের টাকা কর্তন করে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
শিল্প ও বণিক সমিতি সভাপতি মো. নান্নু রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য রবিউল আওয়াল সজীব প্রামাণিক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লিটনসহ অনেকে।
পথসভা শেষে আন্দোলনকারীরা শহরের প্রধান সড়ক দিয়ে স্লোগান দিতে দিতে বিদ্যুৎ অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন এবং প্রায় ঘণ্টাব্যাপী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। পরে বণিক সমিতির পক্ষ থেকে নেসকো কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়।
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৯ মিনিট আগে