পাবনা প্রতিনিধি
জমিজমা বিরোধের জের ধরে পাবনা জেলার চর শিবরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাহার সরদার (৬৫) নামের একজন নামে একজন মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত মোজাহার সরদার চর শিবরামপুর গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, মোজাহার সরদারের সঙ্গে মোস্তফা হোসেনের জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৯টায় বাড়ির পাশের চায়ের দোকানে যাচ্ছিলেন মোজাহার সরদার। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহার সরদারকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানি বলেন, ২০০২ সালের ভূমিহীনদের একটি জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে এ বিষয় নিয়ে তাঁদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। সন্ধ্যার দিকে নিহত মোজাহার সরদার একটি চায়ের দোকানে চা খেতে গেলে মোস্তফা হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর মোজাহার সরদার বাড়িতে চলে যান। পরে রাত নয়টার দিকে মোজাহার সরদার আবারও দোকানে চা খেতে যায়। চা খেয়ে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ধরতে পারেনি পুলিশ। তাঁদের ধরতে অভিযান চালান হচ্ছে।
জমিজমা বিরোধের জের ধরে পাবনা জেলার চর শিবরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাহার সরদার (৬৫) নামের একজন নামে একজন মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত মোজাহার সরদার চর শিবরামপুর গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, মোজাহার সরদারের সঙ্গে মোস্তফা হোসেনের জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৯টায় বাড়ির পাশের চায়ের দোকানে যাচ্ছিলেন মোজাহার সরদার। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহার সরদারকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানি বলেন, ২০০২ সালের ভূমিহীনদের একটি জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে এ বিষয় নিয়ে তাঁদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। সন্ধ্যার দিকে নিহত মোজাহার সরদার একটি চায়ের দোকানে চা খেতে গেলে মোস্তফা হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর মোজাহার সরদার বাড়িতে চলে যান। পরে রাত নয়টার দিকে মোজাহার সরদার আবারও দোকানে চা খেতে যায়। চা খেয়ে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ধরতে পারেনি পুলিশ। তাঁদের ধরতে অভিযান চালান হচ্ছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
৮ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
৯ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৬ মিনিট আগে