Ajker Patrika

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে শাহিন ওরফে রুটি শাহিন (৩১) নামে ওয়ার্ড যুবলীগের এক নেতা আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর রাতেই তাঁকে ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও শাহিনের স্বজন সূত্রে জানা যায়, রাজনীতির পাশাপাশি তিনি শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী আইকে সড়কে বাশেঁর ব্যবসা করতেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহিন বাশেঁরহাটের কাছে একটি মাচার কাছে অবস্থান করছিল। এ সময় দুর্বৃত্তরা শাহিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হয়ে শাহিন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাঁর বুকে ও পিঠে গুলি লাগে।

স্থানীয়রা তাঁকে সেখান থেকে নিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে শাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। কী ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল বলেন, শাহীন ঈশ্বরদী শহরের ৯ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত