Ajker Patrika

কালাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫: ১৩
কালাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কালাই থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত ১২টার ভুক্তভোগীর বাবা শাহীন ইসলাম কালাই থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কালাই থানা-পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় রাতেই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বৃদ্ধ জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরের টাকাহুট গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে নুরুল ইসলাম (৬৫)। 

মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার উদয়পুরের মধুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ভুক্তভোগী শিশু আরও কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল। খেলা শেষে শিশুটি নুরুল ইসলামের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় শিশুটিকে একা দেখতে পেয়ে নুরুল ইসলাম তাকে তাঁর বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে টেলিভিশনের শব্দ জোরে দিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে মাকে ঘটনার কথা বলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত