Ajker Patrika

বাল্যবিবাহে রাজি না হওয়ায় ছেলেকে মারধর, বাবা কারাগারে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১: ২২
বাল্যবিবাহে রাজি না হওয়ায় ছেলেকে মারধর, বাবা কারাগারে

অপ্রাপ্তবয়স্ক ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় তাকে মারধর করেছেন বাবা। এ ছাড়া ওই কিশোরের মাকেও মারধর করেছেন কিশোরের বাবা। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই কিশোরের বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। 

এ ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলায়। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার এ রায় দেন। 

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাবা ও ছেলে একটি বাড়িতে দিনমজুরের কাজ করেন। কাজের সুবাদে সেই বাড়ির মেয়েকে তাঁর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেন কিশোরের বাবা। এ জন্য বেশ কয়েক দিন ধরে বাবা তাঁর ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ছেলে ও তাঁর মাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। কিন্তু বাদ সাধে কিশোর ও তার মা। ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় বাবা ছেলের মা ও ছেলেকে বিভিন্নভাবে হুমকি, গালমন্দ করছিলেন। একপর্যায়ে গত শুক্রবার ইফতারের পর তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করে আহত করেন। আহত অবস্থায় স্থানীয়রা ওই কিশোর ও তাঁর মাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন ওই কিশোর। এরপর ইউএনও টুকটুক তালুকদার বাল্যবিবাহ নিরোধ আইনে ওই কিশোরের বাবাকে পুলিশের সহায়তায় গ্রেপ্তারের পর রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাবাকে আটকের পর শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’ 

ইউএনও সতর্ক করে বলেন, ‘উপজেলায় কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে তাদের বাবা-মা জোরপূর্বক বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে বাল্যবিবাহ নিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত