Ajker Patrika

জনগণ পিআর পদ্ধতি বোঝে না, ফেয়ার নির্বাচন চায়: দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২২: ২০
আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: আজকের পত্রিকা
আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণ পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করা বোঝে, পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝে না। সাধারণ জনগণ ফেয়ার (স্বচ্ছ) নির্বাচন চায়।

আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করা হলেও ২০০৮ সালের কমিশনারকে কেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে না?

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হক, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র আব্বাছ আলী নান্নু, কৃষক দলের আহ্বায়ক হাসান আলী, সদস্যসচিব আবু হেনা মোস্তফা কামাল, পিপরুল ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাজাহান আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত