Ajker Patrika

মাদ্রাসার বাথরুমে পড়ে ছিল শিশু কাউসারের লাশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৭: ০৯
মাদ্রাসার বাথরুমে পড়ে ছিল শিশু কাউসারের লাশ

বগুড়ার শেরপুরে একটি মাদ্রাসার বাথরুমের এক ছাত্র অচেতন অবস্থায় পড়ে ছিল। পরে ওই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, ওই মাদ্রাসাছাত্রের গলায় দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ বুধবার সকালে শেরপুর শহরের অদূরে একটি ভাড়া ভবনে পরিচালিত তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। 

ওই মাদ্রাসাছাত্রের নাম—কাউসার ইসলাম (৮)। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেলতা গ্রামের কৃষক ফরিদুল ইসলামের ছেলে। 

মাদ্রাসা সূত্রে জানা যায়, তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসার নূরানী কায়দায় প্রথম শ্রেণির ছাত্র ছিল কাউসার। বুধবার সকাল আনুমানিক ৭টায় এই হাফিজিয়া মাদ্রাসার বাথরুমে কাউসার ইসলামকে সচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মাদ্রাসার আরেক ছাত্র ফজলুল করিম (১৫)। এ ঘটনা মাদ্রাসার শিক্ষকদের জানানো হলে তাকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নেওয়ার পর চিকিৎসক কাউসার ইসলামকে মৃত ঘোষণা করেন। 

এই মাদ্রাসার শিক্ষক মামুনুর রশিদ জানান, শিশু কাউসারকে যখন বাথরুমে পাওয়া যায়, তখন ছিল সকালের নাশতার বিরতি চলছিল। মৃত্যুর সঠিক কারণ তারাও জানেন না। 

এ ঘটনায় শেরপুর থানার উপপরিদর্শক মিথুন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাউসারকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছে। কাউসারের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শিশুর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।’

এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই শিশু দড়ি নিয়ে খেলছিল। খেলার সময় অসাবধানতাবশত কাউসারের মৃত্যু হয়। তদন্তের স্বার্থে এখনই অপর শিশুটির নাম প্রকাশ করা যাচ্ছে না। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত