Ajker Patrika

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সব ধরনের নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞপ্তিটি আপনারা পেয়েছেন, সেটি আমারই স্বাক্ষর করা এবং এটি একটি অথেনটিক অর্ডার।’

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘২০২০ সালের ১০ ডিসেম্বর জারি করা নিয়োগ স্থগিতাদেশ সংশ্লিষ্ট বিধিবিধান নীতিমালা অনুসরণ করে সুষ্ঠুভাবে সব নিয়োগ কার্যক্রম পরিচালনা করার অনুমতি প্রদান করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সমুন্নত রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।’

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেছেন, অফিশিয়ালি তাঁরা এখনো প্রজ্ঞাপনটি হাতে পাননি।

এর আগে ২০২০ সালের ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে সব ধরনের নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তখন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আরেক চিঠিতে সে সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা তৈরির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে গত বছরের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন করে বর্তমান প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত