Ajker Patrika

‘আ.লীগ সরকার স্বার্থ হাসিলের জন্য ফরমায়েশি ইতিহাস লিখছেন’

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৯: ৩২
‘আ.লীগ সরকার স্বার্থ হাসিলের জন্য ফরমায়েশি ইতিহাস লিখছেন’

আ.লীগ সরকার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফরমায়েশি ইতিহাস লিখছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, যুদ্ধের প্রথম দিকে কোনো নেতৃত্ব ছিল না। রাজনৈতিক ব্যক্তিরা যখন এগিয়ে আসেননি, তখন জিয়াউর রহমান প্রথমে নিজে এবং পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরবর্তী সময়ে একজন সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও সম্মুখযুদ্ধে অংশ নিয়ে অসমসাহসিকতার প্রমাণ রেখেছেন। কিন্তু এ সরকার সে ইতিহাস স্বীকার করে না। 

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের সময় যেভাবে মানুষ রুখে দাঁড়িয়েছিল, সেভাবে রাতের ভোটে নির্বাচিত এই সরকারকে রুখে দাঁড়ানোর জন্য উপস্থিত বিএনপির কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।’ 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকছেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান, যুবদলের সহসাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট প্রমুখ। 

পত্নীতলা উপজেলা বিএনপি ও নজিপুর পৌর যুবদলের আয়োজনে উপজেলার নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। পরে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত