Ajker Patrika

এমপির রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোলে আ. লীগ কর্মীর লাশ: থানায় হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ২১: ১১
এমপির রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোলে আ. লীগ কর্মীর লাশ: থানায় হত্যা মামলা

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল (রিজার্ভ ট্যাংক) থেকে আ.লীগ কর্মীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ সন্ধ্যায় নিহতের বোন কুলসুম বেগম বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় এ মামলা করেন। 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহারে কোন আসামির নাম নেই। অজ্ঞাত আসামিরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’ 

এর আগে আজ মঙ্গলবার সকালে রাজশাহী নিউমার্কেটের বিপরীতে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের পাশের ম্যানহোল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মানিব্যাগে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। এর সূত্র ধরে তার পরিচয় জানা যায়। নিহত ব্যক্তির নাম নয়নাল উদ্দিন (৬০), তিনি কাটাখালী পৌরসভার শ্যামপুর থান্দারপাড়া মহল্লার বাসিন্দা। 

মর্গে গিয়ে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। তারা জানান, নয়নালের স্ত্রী-সন্তান নেই। তিনি ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। দিনের বেশির ভাগ সময় আওয়ামী লীগের কার্যালয়সহ দলের নেতাদের সঙ্গেই থাকতেন। 

এদিকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবারও দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের পর তার রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিনই প্রচুর দলীয় নেতা কর্মীর সমাগম দেখা গেছে। লাশ উদ্ধারের ঘটনায় কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত