নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল (রিজার্ভ ট্যাংক) থেকে আ.লীগ কর্মীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ সন্ধ্যায় নিহতের বোন কুলসুম বেগম বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় এ মামলা করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহারে কোন আসামির নাম নেই। অজ্ঞাত আসামিরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
এর আগে আজ মঙ্গলবার সকালে রাজশাহী নিউমার্কেটের বিপরীতে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের পাশের ম্যানহোল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মানিব্যাগে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। এর সূত্র ধরে তার পরিচয় জানা যায়। নিহত ব্যক্তির নাম নয়নাল উদ্দিন (৬০), তিনি কাটাখালী পৌরসভার শ্যামপুর থান্দারপাড়া মহল্লার বাসিন্দা।
মর্গে গিয়ে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। তারা জানান, নয়নালের স্ত্রী-সন্তান নেই। তিনি ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। দিনের বেশির ভাগ সময় আওয়ামী লীগের কার্যালয়সহ দলের নেতাদের সঙ্গেই থাকতেন।
এদিকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবারও দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের পর তার রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিনই প্রচুর দলীয় নেতা কর্মীর সমাগম দেখা গেছে। লাশ উদ্ধারের ঘটনায় কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল (রিজার্ভ ট্যাংক) থেকে আ.লীগ কর্মীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ সন্ধ্যায় নিহতের বোন কুলসুম বেগম বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় এ মামলা করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহারে কোন আসামির নাম নেই। অজ্ঞাত আসামিরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
এর আগে আজ মঙ্গলবার সকালে রাজশাহী নিউমার্কেটের বিপরীতে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের পাশের ম্যানহোল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মানিব্যাগে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। এর সূত্র ধরে তার পরিচয় জানা যায়। নিহত ব্যক্তির নাম নয়নাল উদ্দিন (৬০), তিনি কাটাখালী পৌরসভার শ্যামপুর থান্দারপাড়া মহল্লার বাসিন্দা।
মর্গে গিয়ে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। তারা জানান, নয়নালের স্ত্রী-সন্তান নেই। তিনি ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। দিনের বেশির ভাগ সময় আওয়ামী লীগের কার্যালয়সহ দলের নেতাদের সঙ্গেই থাকতেন।
এদিকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবারও দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের পর তার রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিনই প্রচুর দলীয় নেতা কর্মীর সমাগম দেখা গেছে। লাশ উদ্ধারের ঘটনায় কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
ডিআরইউতে গোলটেবিল বৈঠক থেকে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে আদালতকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আজ শুক্রবার শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে শুনানির সময় অধ্যাপক
১ মিনিট আগেবগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার লাহেড়িপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, রাত ১১টার দিকে ওয়াসিম...
৪ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে এক প্রবাসীর বাসায় ঢুকে ‘মব’ তৈরি করে তিন লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে। গত শনিবার উপজেলার বনপাড়া পৌর এলাকায় এ ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার রাতে থানায় মামলা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ১১ জনকে আসামি করে...
৬ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে