Ajker Patrika

‘প্রেমের জন্য’ চারতলার ছাদ থেকে রাবি শিক্ষার্থীর লাফ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আহত সাদ আহমেদ। ছবি: সংগৃহীত
আহত সাদ আহমেদ। ছবি: সংগৃহীত

‘প্রেমঘটিত কারণে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক শিক্ষার্থী। বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিক্ষার্থীর নাম সাদ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সোহরাওয়ার্দী হলের ২৪৭ নম্বর কক্ষে থাকেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ছাদে উঠে উচ্চ স্বরে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে লাফ দেন সাদ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে রায় বলেন, ‘আমরা তাকে গুরুতর আহত অবস্থায় পেয়েছি। তার পুরো শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে এবং একটি পা ভেঙে গেছে। এখনই তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, চিকিৎসাবস্থায় রয়েছে।’

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মেয়ের সঙ্গে সাদের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি তাদের মধ্যকার ঝামেলা নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন। এসব পোস্টে প্রেমিকার নাম উল্লেখ করে তার ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে। তার সর্বশেষ পোস্ট ছিল, ‘আম্মু আমাকে মাফ করে দিও’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।’

শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘তিনি বর্তমানে চিকিৎসাধীন। এখনই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত