Ajker Patrika

বিনা টিকিটে ভ্রমণ, ঈশ্বরদীতে ৫৬০ যাত্রীর কাছ থেকে লক্ষাধিক টাকা আদায়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০: ৫০
বিনা টিকিটে ভ্রমণ, ঈশ্বরদীতে ৫৬০ যাত্রীর কাছ থেকে লক্ষাধিক টাকা আদায়

পাবনার ঈশ্বরদী জংশন হয়ে চলাচলকারী সাতটি আন্তনগর ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৫৬০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ১ লাখ ২৬ হাজার ২৪০ টাকা আদায় করা হয়েছে। 

পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত এ সময় বিনা টিকিটে ভ্রমণকারী দুই যাত্রীর একজনকে সাত দিন এবং অপরজনকে এক দিনের কারাদণ্ড দেন। 

শনিবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতরে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পাকশী বিভাগে রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান। 

এ সময় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মো. মোর্শেদ আলম, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম, সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশীদ ছাড়াও রেলওয়ে টিটিই, টিসি, রেল পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

অভিযান পরিচালনা করা যাত্রীবাহী ট্রেনগুলো হচ্ছে—আন্তনগর কমিউটার, সাগরদাঁড়ি, মধুমতি, কপোতাক্ষ, রূপসা, টুঙ্গিপাড়া ও সুন্দরবন এক্সপ্রেস। 

এসব ট্রেনের মোট ৫৬০ যাত্রীর কাছ থেকে এই অর্থ আদায় করা হয় বলে শনিবার সন্ধ্যায় ফোনে জানান সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলম। 

অভিযান সম্পর্কে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বলেন, ‘পাকশী বিভাগে ট্রেনে ভ্রমণকারীদের যাত্রীসেবা নিশ্চিত ও রেলের আয় বাড়ানোর জন্য বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত