বগুড়া প্রতিনিধি
বগুড়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। পৌরসভার বনানী সুলতানগঞ্জ হাটে ভিড় করছেন ক্রেতারা। এর মধ্যে ‘সুন্দর’ নামে গোলাপি রঙের আলভিনো বাফেলো জাতের একটি মহিষকে ঘিরে সবার মাঝে বেশ আগ্রহ দেখা গেছে।
আজ শুক্রবার সরেজমিনে পৌরসভার বনানী সুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, গোলাপি রঙের ওই মহিষকে ঘিরে রেখেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। মহিষটিকে দেখার জন্য অনেকেই হাটে আসছেন। শখ করে এই মহিষের নাম রাখা হয়েছে ‘সুন্দর’। সুন্দরের মালিকের নাম আরমান বাদশা। তিনি নওগাঁ সদরের মুক্তির মোড় এলাকার বাসিন্দা। সুন্দর নামের এই মহিষটিকে হাটে নিয়ে এসেছেন আরমান বাদশার ভাতিজা নাফি ও শ্যালক খন্দকার রিহাত আহম্মেদ। তারা জানান, বিক্রির জন্য নওগাঁ থেকে সুন্দরকে সুলতানগঞ্জ হাটে নিয়ে আসা হয়েছে। এর দাম হাঁকা হয়েছে চার লাখ টাকা।
গোলাপি মহিষ দেখতে হাটে আসা আব্দুল খালেক নামের এক যুবক জানান, এর আগে তিনি গোলাপি রঙের মহিষ দেখেননি। গোলাপি রঙের মহিষ দেখে তিনি অনেক খুশি।
মুঠোফোনে সুন্দরের মালিক আরমান বাদশা জানান, এক বছর আট মাস আগে পাবনা জেলার এক খামারির কাছ থেকে তিনি দুই লাখ টাকা দিয়ে মহিষটিকে কেনেন। ওই সময় মহিষটি বাচ্চা ছিল। শখ করে গোলাপি রঙের এই মহিষটি কেনেন তিনি। পরে নিজ খামারে লালনপালন করেন। এবার কোরবানির হাটে মহিষটিকে বিক্রির জন্য তোলা হয়েছে, নাম দেওয়া হয়েছে ‘সুন্দর’। মহিষের নামকরণ করেন তার স্ত্রী।
আরমান বাদশা জানান, সুন্দরকে প্রতিদিন ঘাস, খৈল, ভুসি, খড়, ভাতসহ দেশীয় খাবার খাওয়ানো হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট খাওয়ানো হয়নি। দিনে দুইবার গোসল করানো হয়েছে। সুন্দরের উচ্চতা ৪ ফুট ও দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। ওজন হবে প্রায় ১৫ মণ। চার লাখ টাকা দাম পাওয়া গেলে বিক্রি করা হবে।
আরমান বাদশার স্ত্রী তাসনিম সুলতানা জানান, মহিষটি দেখতে অনেক সুন্দর। এ কারণে এবার কোরবানির বাজারে তোলার সময় ওই মহিষের নাম দেওয়া হয়েছে ‘সুন্দর’।
বগুড়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। পৌরসভার বনানী সুলতানগঞ্জ হাটে ভিড় করছেন ক্রেতারা। এর মধ্যে ‘সুন্দর’ নামে গোলাপি রঙের আলভিনো বাফেলো জাতের একটি মহিষকে ঘিরে সবার মাঝে বেশ আগ্রহ দেখা গেছে।
আজ শুক্রবার সরেজমিনে পৌরসভার বনানী সুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, গোলাপি রঙের ওই মহিষকে ঘিরে রেখেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। মহিষটিকে দেখার জন্য অনেকেই হাটে আসছেন। শখ করে এই মহিষের নাম রাখা হয়েছে ‘সুন্দর’। সুন্দরের মালিকের নাম আরমান বাদশা। তিনি নওগাঁ সদরের মুক্তির মোড় এলাকার বাসিন্দা। সুন্দর নামের এই মহিষটিকে হাটে নিয়ে এসেছেন আরমান বাদশার ভাতিজা নাফি ও শ্যালক খন্দকার রিহাত আহম্মেদ। তারা জানান, বিক্রির জন্য নওগাঁ থেকে সুন্দরকে সুলতানগঞ্জ হাটে নিয়ে আসা হয়েছে। এর দাম হাঁকা হয়েছে চার লাখ টাকা।
গোলাপি মহিষ দেখতে হাটে আসা আব্দুল খালেক নামের এক যুবক জানান, এর আগে তিনি গোলাপি রঙের মহিষ দেখেননি। গোলাপি রঙের মহিষ দেখে তিনি অনেক খুশি।
মুঠোফোনে সুন্দরের মালিক আরমান বাদশা জানান, এক বছর আট মাস আগে পাবনা জেলার এক খামারির কাছ থেকে তিনি দুই লাখ টাকা দিয়ে মহিষটিকে কেনেন। ওই সময় মহিষটি বাচ্চা ছিল। শখ করে গোলাপি রঙের এই মহিষটি কেনেন তিনি। পরে নিজ খামারে লালনপালন করেন। এবার কোরবানির হাটে মহিষটিকে বিক্রির জন্য তোলা হয়েছে, নাম দেওয়া হয়েছে ‘সুন্দর’। মহিষের নামকরণ করেন তার স্ত্রী।
আরমান বাদশা জানান, সুন্দরকে প্রতিদিন ঘাস, খৈল, ভুসি, খড়, ভাতসহ দেশীয় খাবার খাওয়ানো হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট খাওয়ানো হয়নি। দিনে দুইবার গোসল করানো হয়েছে। সুন্দরের উচ্চতা ৪ ফুট ও দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। ওজন হবে প্রায় ১৫ মণ। চার লাখ টাকা দাম পাওয়া গেলে বিক্রি করা হবে।
আরমান বাদশার স্ত্রী তাসনিম সুলতানা জানান, মহিষটি দেখতে অনেক সুন্দর। এ কারণে এবার কোরবানির বাজারে তোলার সময় ওই মহিষের নাম দেওয়া হয়েছে ‘সুন্দর’।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে