Ajker Patrika

পাবনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৫১
পাবনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

পাবনা সদর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গতকাল শুক্রবার রাতে উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্দু বালা।

নিহত রেদোয়ানুল ইসলাম রুপম (২৩) পাবনা পৌর এলাকার গোপালপুরের শাহপাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে। তিনি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী।

আহত অমিত হোসেন (১৫) পাবনা পৌর এলাকার মানিক হোসেনের ছেলে। সে স্থানীয় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী।

ওসি কৃপাসিন্দু বালা বলেন, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে বেড়াতে আসেন রুপম। গতকাল শুক্রবার সকালে কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেলে করে ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি রুশ পল্লিতে বেড়াতে যান। ফেরার পথে টেবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তাঁরা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।   

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপমকে মৃত ঘোষণা করেন। আহত অমিতের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল বলেন, ‘রাতেই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তবে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত