Ajker Patrika

স্টিয়ারিংয়ে আটকে ছিল পিকআপ ভ্যানের চালকের লাশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২: ৩৭
স্টিয়ারিংয়ে আটকে ছিল পিকআপ ভ্যানের চালকের লাশ

বগুড়ার শেরপুরে পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। 

নিহত পিকআপ ভ্যানের চালক পিন্টু পাহান (২০)। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার নিয়ামতপুর গ্রামের পাঠান পাহানের ছেলে। 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার নাদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়াগামী একটি পিকআপ ভ্যান ও ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের কলেজ রোড এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। তাঁর মৃতদেহটি গাড়ির স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যায়। আমরা স্টিয়ারিং কেটে তাঁর মৃতদেহ বের করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’ 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে আমাদের ধারণা।’ 

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পিকআপ ভ্যানের চালকের লাশ উদ্ধার করেছি। তবে কাভার্ড ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর চালক বা কাউকে পাওয়া যায়নি।’ 

তিনি আরও বলেন, ‘গাড়ি দুটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত