Ajker Patrika

রাবি ছাত্রীকে ধর্ষণের হুমকির ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

রাবি প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৪: ৫৪
রাবি ছাত্রীকে ধর্ষণের হুমকির ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীকে বন্ধুদের দিয়ে ধর্ষণের হুমকির প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তাঁরা এ দাবি জানান। 

মানববন্ধনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় ব্যাচের মিনহাজ উদ্দিন মামুন বলেন, ‘একজন মেয়ে হয়ে কীভাবে একজন জুনিয়র মেয়েকে বন্ধুদের দিয়ে গণধর্ষণের হুমকি দয়! যাদের মুখ থেকে ধর্ষণের হুমকি আসে, তাদের সিনিয়র ভাই-বোন বলতে লজ্জাবোধ করি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

পঞ্চম ব্যাচের শিক্ষার্থী শামীম হোসেন বলেন, ‘সিনিয়র কর্তৃক জুনিয়রকে শারীরিক নির্যাতনসহ গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত লজ্জার ও পরিতাপের বিষয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়, সে জন্য আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 

তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ হোসেন বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের জন্য দুঃখজনক। লিখিত অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্ত হওয়ার কোনো আভাস পাচ্ছি না। আমরা যেন এটা ভুলে না যাই। সিনিয়র কর্তৃক র‍্যাগিংয়ের শিকার যাতে ভবিষ্যতে আর না ঘটে, অভিযুক্তরা যাতে আর সাহস না পায়, সে জন্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

মানববন্ধনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী তামিম আল নূরের সঞ্চালনায় মিনহাজ, নাহিদ, দিপু, মিঠু নন্দী, শামিম ও উৎপল বক্তব্য দেন। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 
 
গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীকে গালিগালাজ, শারীরিক নির্যাতন ও বন্ধুদের দিয়ে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তিন ছাত্রলীগ নেতা-নেত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন মন্নুজান হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আতিফা হক শেফা ও আরেক সহসভাপতি তাজনোভা থিমী ও সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ২৭ ফেব্রুয়ারি দুপুরে তদন্ত কমিটির প্রধান আকতার বানুর কাছে লিখিত অভিযোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত