Ajker Patrika

পাবনায় তিন ঘণ্টার চেষ্টায় মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০: ০৪
পাবনার সুজানগরে হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ছবি: আজকের পত্রিকা
পাবনার সুজানগরে হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ছবি: আজকের পত্রিকা

পাবনার সুজানগরে হাজি মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। তিন ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ওই মার্কেটের অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ন৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সাড়ে ১২টার দিকে এটি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। একটি পেট্রলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। আগুন একে একে ওই মার্কেটের অন্তত ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

তিন ঘণ্টার চেষ্টায় হাজি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: আজকের পত্রিকা
তিন ঘণ্টার চেষ্টায় হাজি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: আজকের পত্রিকা

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না। ’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত